How to Check Your PF Balance Instantly Simple Way: কর্মরত ব্যক্তিরা তাদের বেতন থেকে প্রভিডেন্ট ফান্ডে (PF) কিছু টাকা জমা রাখেন। এই এমপ্লয়িজ’ প্রভিডেন্ট ফান্ড (EPF) শুধুমাত্র অবসরের পরের সহায়তাই নয়, এটি দরকারের সময় কাজে লাগে, যেমন- বিয়ে, সন্তানের শিক্ষা, চিকিৎসার খরচ বা বাড়ি তৈরি। আগে পিএফ অ্যাকাউন্টের ব্যালেন্স দেখা বেশ কঠিন ছিল, কিন্তু এখন প্রযুক্তি উন্নত হওয়ার কারণে ঘরে বসেই পিএফ অ্যাকাউন্ট দেখা যায়। চলুন, পিএফ অ্যাকাউন্টের ব্যালেন্স দেখার তিনটি সহজ উপায় জেনে নেওয়া যাক।
EPFO ওয়েবসাইটে PF ব্যালেন্স দেখা- How to Check Your PF Balance Instantly Simple Way
যাঁরা ইন্টারনেট ব্যবহার করেন, তাঁরা সহজেই EPFO ওয়েবসাইটে গিয়ে পিএফ অ্যাকাউন্ট সংক্রান্ত সব তথ্য দেখতে পারেন। এর জন্য প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট (epfindia.gov.in)-এ যেতে হবে। হোমপেজ খোলার পর “আওয়ার সার্ভিসেস” অংশে “ফর এমপ্লয়িজ” অপশনটি সিলেক্ট করতে হবে। এরপর মেম্বার পাসবুকে ক্লিক করতে হবে। এই পেজ থেকে লগইন করতে হবে। লগইন করার জন্য UAN (Universal Account Number) এবং পাসওয়ার্ড দিতে হবে। কয়েক সেকেন্ডের মধ্যেই পিএফ পাসবুক দেখা যাবে এবং সেখানে বিগত বছরের অ্যাকাউন্টের তথ্য থাকবে। চাইলে সেটি ডাউনলোডও করা যাবে।
মেসেজ পাঠিয়ে PF অ্যাকাউন্টের ব্যালেন্স জানার উপায়
এখন অনেকেই হয়ত প্রযুক্তি ব্যবহারে স্বচ্ছন্দ নন, তাঁদের জন্য SMS-এর মাধ্যমে পিএফ অ্যাকাউন্টের ব্যালেন্স জানার সুযোগ রয়েছে। UAN যদি EPFO-এর সঙ্গে লিঙ্ক করা থাকে, তাহলে রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে ৭৭৩৮২৯৯৮৯৯ নম্বরে একটি টেক্সট মেসেজ পাঠাতে হবে। SMS করার সময় মেসেজের ফর্ম্যাটটি মনে রাখতে হবে। পিএফ অ্যাকাউন্টের ব্যালেন্স জানার জন্য EPFOHO UAN ENG এই ফর্ম্যাটে মেসেজ পাঠাতে হবে। যদি কেউ হিন্দিতে তথ্য জানতে চান, তাহলে ENG-এর জায়গায় HIN লিখতে হবে। কিছুক্ষণের মধ্যেই পিএফ ব্যালেন্স ফোনের মেসেজে চলে আসবে।
মিসড কলের মাধ্যমে PF অ্যাকাউন্টের তথ্য
এই পদ্ধতিটি বেশ সহজ। এক্ষেত্রে শুধু খেয়াল রাখতে হবে, মোবাইল নম্বরটি যেন UAN-এর সঙ্গে লিঙ্ক করা থাকে। লিঙ্ক করা থাকলে রেজিস্টার্ড নম্বর থেকে ০১১-২২৯০ ১৪০৬ নম্বরে একটি মিসড কল দিতে হবে। কলটি নিজে থেকেই কেটে যাবে, তবে কয়েক সেকেন্ডের মধ্যে পিএফ ব্যালেন্স SMS-এর মাধ্যমে চলে আসবে।

0 Comments