অপেক্ষার অবসান মহিলাদের। লক্ষীর ভান্ডার(Lakhir Bhandar) প্রকল্পে টাকা আসবে ব্যাংকে। প্রত্যেক মাসে মাসে এই প্রকল্পের মাধ্যমে টাকা দেয় সরকার। মহিলারাও অধীর আগ্রহে এই টাকার অপেক্ষায় থাকে। আবারো তাদের মুখে হাসি ফুটিয়ে দেওয়া শুরু টাকা। জানুয়ারি মাসের কিস্তি মহিলাদের ব্যাংকে আসবে। তবে এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট এসেছে নতুন উপভোক্তাদের জন্য। লক্ষীর ভান্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা নতুন আবেদন করেছেন টাকা পেতে, তাদের জন্য বিশেষ খবর। জানুয়ারি মাসে কি এদের টাকা প্রাপকের তালিকায় অন্তর্ভুক্তি করা হবে। অর্থাৎ আগামী কিস্তি থেকে কি এই মহিলার টাকা পাবে, জানুয়ারি মাসের টাকা কত তারিখ দেবে, এই নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়েছে।
মহিলাদের মাসিক হাত খরচ চালানোর উদ্দেশ্যে চালু হয়েছিল লক্ষীর ভান্ডার প্রকল্পটি। শুরুতে এই প্রকল্পের মাধ্যমে মহিলারা ৫০০ টাকা এবং ১ হাজার টাকা করে পেতো। যদিও এখন এই টাকাটা আগের তুলনায় বেশি আসে। ১০০০ ও ১২০০ টাকা করে মহিলারা এই মুহূর্তে পাচ্ছে। দুয়ারে সরকার ক্যাম্পে ও ব্লক অফিসে নতুন করে এই প্রকল্পে আবেদন গ্রহণ করা হয়। ধাপে ধাপে নতুন মহিলাদেরও প্রকল্পের তালিকায় নথিভুক্ত করা হচ্ছে। তবে বিগত প্রায় এক বছর থেকে প্রচুর উপভোক্তার নাম এই তালিকায় উঠলেও টাকা প্রাপকের তালিকায় উঠছেনা। এদের টাকা দেওয়া নিয়ে নতুন তথ্য জানানো হলো।
জানুয়ারি মাসে নতুন মহিলারা টাকা পাবে?(Lakhir Bhandar for new applicant)
নতুন যে সমস্ত মহিলারা আবেদন করেছিলেন লক্ষী ভান্ডার প্রকল্পে তাদের মধ্যে এখন একটাই প্রশ্ন, সেটা হচ্ছে যে জানুয়ারি মাসে লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা তারা পাবে কিনা। তাদের টাকা কত তারিখ থেকে ব্যাংকে আসবে। জানুয়ারি মাসের টাকা দেওয়ার সময় চলে আসলেও এখনো পর্যন্ত নতুন মহিলাদের বেনিফিসারি আইডি তৈরি করা হয়নি। এই আইডি ছাড়া উপভোক্তাদের টাকা দেওয়া যায়না। তাই জানা যাচ্ছে যে জানুয়ারি মাসে এই মহিলারা পুরনো মহিলাদের সঙ্গে টাকা পাবেনা। তবে এই মাসে তাদের নতুন করে টাকা প্রাপকের তালিকায় অন্তর্ভুক্তি করা হতে পারে। তারপর থেকে এদের ব্যাংকে টাকা আসবে।
জানুয়ারি মাসের টাকা কবে দেবে?(Lakhir Bhandar payment date)
মহিলাদের জন্য লক্ষীর ভান্ডার প্রকল্পের জানুয়ারি মাসের টাকা দেওয়ার ব্যাপারে যে নতুন তথ্য এসেছে সে ক্ষেত্রে জানা যাচ্ছে যে এই মাসে মহিলারা মাসের শুরুতেই টাকা পাবে। এমনিতেই মাসের শুরুতে টাকা দিলেও কিছু কিছু ক্ষেত্রে টাকা দেওয়ার তারিখ পরিবর্তন করে সরকার। তবে জানুয়ারি মাসে টাকা তারিখ পাল্টাচ্ছেনা বলেই খবর। বলে সঠিক সময়ে টাকা আসবে উপভোক্তাদের ব্যাংকে।

0 Comments