সরকারি কর্মীদের বিদেশ ভ্রমণ নিয়ে কড়া নবান্ন | Government of West Bengal
এবিষয়ে নির্দেশিকা জারি করে সবটা স্পষ্ট করেছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। বলা হয়েছে, সম্প্রতি দেখা যাচ্ছে বিভিন্ন দফতরের কিছু সরকারি কর্মী বিদেশ সফরের জন্য প্রয়োজনীয় অনুমতি পাওয়ার আগেই ভ্রমণ সংক্রান্ত বুকিং, টিকিট বা হোটেল বুকিং করে ফেলছেন। এই ধরনের কাজ প্রশাসনিক নিয়ম ভাঙা বলে উল্লেখ করা হয়েছে নির্দেশিকায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “এই ধরনের পদক্ষেপ সরকারি নিয়ম ও প্রক্রিয়াগত নীতির প্রতি অবমাননার শামিল।” শুধুমাত্র ভ্রমণ বা থাকার ব্যবস্থা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে বলে কোনও শিথিলতা দেখানো বা বিশেষ কোনও অনুমোদন করা হবে না বলে স্পষ্ট জানিয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ।
বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, প্রশাসনিক শৃঙ্খলা ও প্রক্রিয়াগত রীতিনীতি বজায় রাখার স্বার্থে সমস্ত বিভাগীয় প্রধানদের নিশ্চিত করতে হবে যে, সাধারণ পরিস্থিতিতে কোনও কর্মচারীর ছুটির মেয়াদ শুরুর কমপক্ষে চার সপ্তাহ আগে সফরের অনুমতির আবেদন এই দফতরে পাঠানো হবে। অর্থাৎ, বেশ কিছুটা সময় আগেই অনুমতির জন্য আবেদন করতে হবে। শেষ মুহূর্তে অনুমোদনের জন্য প্রস্তাব পাঠানো চলবে না।
উল্লেখ্য, প্রত্যেকটি সফরের অনুমোদনের জন্য একটি নির্দিষ্ট প্রক্রিয়া আছে। সেই প্রক্রিয়া না মেনে আগে থেকে বুকিং করলে পরবর্তী সময়ে অনুমতি দেওয়া প্রশাসনের পক্ষে সমস্যার। অনেক সময়ই সরকারি আধিকারিক এবং কর্মচারীরা আগে থেকে বিদেশ সফরের যাবতীয় প্রস্তুতি নেওয়ার পর নামমাত্র অনুমতির জন্য আবেদন করে থাকেন। এই বিষয়টিতেই অসন্তুষ্ট নবান্ন। যাতে ভবিষ্যতে এই প্রবণতা রোখা যায় সেই লক্ষ্যেই এবারে কড়া নির্দেশিকা জারি করা হল।

0 Comments