“বাংলার বাড়ি প্রকল্পের ফাইনাল লিস্ট ও ৬০,০০০ টাকা কবে পাবেন? জানুন সম্পূর্ণ সময়সীমা ও বিস্তারিত ব্যবস্থা”

 

বাংলার বাড়ি(Banglar Bari)প্রকল্পের উপভোক্তাদের জন্য অবশেষে দুর্দান্ত কয়েকটি আপডেট এলো। প্রথমত জানানো হয়েছে কবে বাড়ি বানানোর জন্য প্রথম কিস্তির ষাট হাজার টাকা দেওয়া হবে, কাদের কাদের নাম এই তালিকায় থাকবে, PWL- লিস্টে যাদের নাম রয়েছে সকলেই কি টাকা পাবে, নাকি খরসা তালিকায় যাদের নাম উঠেছে তাদের সকলকে টাকা দেবে, বাংলার বাড়ি যোজনার চূড়ান্ত তালিকা কবে প্রকাশিত হবে, এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আজ জানানো হয়েছে। আর শুধু তাই নয় আরো বড় সুখবর হলো যে পঞ্চাশ হাজার নতুন নাম যুক্ত হচ্ছে ঘর প্রাপকের তালিকায়।

পঞ্চাশ হাজার নতুন নাম কাদের নেওয়া হলো

বাংলার বাড়ি প্রকল্পে টাকা(Banglar Bari payment)দেওয়ার জন্য কিছুদিন আগেই সুপার চেকিং এর কাজ সম্পন্ন হয়েছে। এর আগে প্রথম দফার দ্বিতীয় পর্যায়ের টাকা দিয়েছে সরকার। ৬০ হাজার টাকা করে উপভোক্তারা তখন পেয়েছিল। এরপর সুপার চেকিং এর সময় আরো বাদ যাওয়া প্রচুর নাম উঠেছে, এছাড়াও সরাসরি মুখ্যমন্ত্রী সহ ব্লক অফিসে সরাসরি আবেদন, এরকম আরো বিভিন্ন পর্যায়ে নেওয়া নাম গ্রহণ করা হয়েছে। আরো প্রায় পঞ্চাশ হাজার ঘর দেওয়া হবে বলে জানা যাচ্ছে। ফলে ১৬ লক্ষের পরিবর্তে ১৬ লক্ষ পঞ্চাশ হাজার উপভোক্তা এখন বাংলার বাড়ি প্রকল্পের ঘর পাবে।

PWL লিস্ট বা খরশা তালিকায় যাদের নাম রয়েছে সকলে কি ঘর পাবে?(Banglar Bari PWL List)

PWL লিস্ট অনুযায়ী সকলকে একসঙ্গে ঘর দেওয়া হবেনা। এর মধ্যে অনেক উপভোক্তাই বাদ যাবে। সুপার চেকিংয়ের পর অনেকের নাম বাতিল করা হয়েছে। সেই অনুযায়ী খরসা তালিকা প্রকাশ হয়েছে। তবে এই তালিকায় যাদের নাম উঠেছে তারা মোটামুটি নিশ্চিত ঘর পাবে। যদিও এখনও ফাইনাল তালিকা(Banglar Bari final list) আসার বাকি। জানুয়ারির শুরুতেই এই তালিকা আসতে পারে। সেই তালিকায় নাম থাকলেই তবেই নিশ্চিতভাবে ঘর পাওয়া যাবে।

কবে দেবে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় দফার প্রথম কিস্তির টাকা?(Banglar Bari payment date)

দ্বিতীয় দফার প্রথম পর্যায়ের টাকা দেওয়ার কথা ছিল ডিসেম্বরের শুরুতেই। এই নিয়ে মুখ্যমন্ত্রী নিজেই আগে ঘোষণা করে জানিয়ে দিয়েছিলেন। তবে রাজ্যজুড়ে এসআইআরের কাজ চলায় ডিসেম্বরে এই টাকা দেওয়া সম্ভব হয়নি। এবার নতুন আপডেটে জানানো হয়েছে জানুয়ারি মাসেই উপভোক্তারা টাকা পাবে। জানুয়ারি মাসে ১৫ তারিখের মধ্যেই উপভোক্তাদের ব্যাংকে এই টাকা চলে আসবে বলে খবর।

Post a Comment

0 Comments