শুরু হচ্ছে নতুন বছর। নতুন বছর আসতেই বদলে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একাধিক নিয়ম(New Rules)। আর্থিক ও প্রশাসনিক বিভিন্ন ক্ষেত্রে এই নিয়ম বদলের ফলে আমুলভাবে বদলে যাবে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন। কারণ যে সমস্ত ক্ষেত্রে এই বদলগুলো আসছে তার মধ্যে অন্যতম হলো আধার কার্ড(Aadhar Card), প্যান কার্ড(Pan card), ব্যাঙ্কিং(Banking), ইউপিআই(UPI), গ্যাস সিলিন্ডারের(LPG Gas Cylinder) নতুন দাম সহ আরো বিভিন্ন পরিষেবা ও দ্রব্য। কোন ক্ষেত্রে কি কি পরিবর্তন আসছে চলুন দেখে নেয়া যাক।
এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বদল (New Rules of LPG Gas Cylinder)
নতুন বছর পড়তেই আবারও বদলে যাচ্ছে রান্নার গ্যাসের দাম। চলতি মাসে এক দফায় দাম কমিয়েছে বিভিন্ন তেল কোম্পানি। নতুন বছর পড়তে আবারও দাম পরিবর্তন করা হবে। বিশেষজ্ঞরা মনে করছে এই জানুয়ারিতে আবারো রান্নার গ্যাসের দাম কমতে পারে। ১ তারিখেই নতুন এই দাম প্রকাশ করবে বিভিন্ন তেল কোম্পানি।
পিএম কিষান প্রকল্পের টাকার নতুন নিয়ম (New Rules of PM Kisan)
দেশের কৃষকদের জন্য পিএম কিষান প্রকল্পের পক্ষ থেকে নতুন আপডেট। জানুয়ারি মাস থেকে নতুন নিয়ম চালু হচ্ছে। বিশেষ কয়েকটি রাজ্যের জন্য ইউনিক ফার্মার আইডি বাধ্যতামূলক করা হবে। এরই পাশাপাশি বন্যপ্রাণীর মাধ্যমে ক্ষতিগ্রস্ত হলে ও ৭২ ঘণ্টার মধ্যে তা জানালে ক্ষতিপূরণের টাকা পাওয়া যাবে।
নিষ্ক্রিয় হবে লক্ষ লক্ষ প্যান কার্ড (New Rules of Pan Card)
পহেলা জানুয়ারি থেকে দেশজুড়ে লক্ষ লক্ষ প্যান কার্ড বাতিল হতে যাচ্ছে। কারণ এই প্যান এবং আধার কার্ড সংযুক্তির যে শেষ সময়সীমা ছিল সেটাও শেষ হতে চলেছে। সূত্রের খবর এই সীমা এবার আর বাড়ানো হবেনা। ফলে যারা যারা এখনো এই সংযুক্তিকরণ সম্পন্ন করেনি, তাদের প্যান কার্ড বন্ধ হয়ে যাবে।
ব্যাংকের সুদের হার পরিবর্তন (New Rules of Banking)
জানুয়ারি পড়তেই বিভিন্ন ব্যাংকের ঋণ গ্রাহকদের জন্য সুখবর। কমতে চলেছে সুধের পরিমাণ। তবে এই সুদের পরিমাণ কমবে বিশেষ ৩টি ব্যাংকের ক্ষেত্রে। এর মধ্যে রয়েছে PNB HDFC ও SBI গ্রাহকরা।
ইউপিআই এবং সিমের নতুন নিয়ম (New Rules UPI)
বিভিন্ন রকম জালিয়াতি রুখতে আবারও ইউপিআই এবং সিমকার্ড নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হলো। টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে এখন থেকে আরও কঠোর হচ্ছে যাচাই করন পদ্ধতি। ফলে এখন থেকে আর সহজে জালিয়াতি করতে পারবে না প্রতারকরা।
চালু অষ্টম পে কমিশন (New Rules 8th Pay Commission)
২০২৬ সালে বড়বদল হতে চলেছে কর্মচারীদের বেতনে। চালু হতে যাচ্ছে অষ্টম পে কমিশন। সপ্তম পে কমিশনের মেয়াদ ছিল ২০২৫ সালের ডিসেম্বর মাস পর্যন্ত। নতুন পে-কমিশন আসলে বেতন অনেকটাই বৃদ্ধি পাবে বলে জানা যাচ্ছে।

0 Comments