জুবিন গর্গ মৃত্যু মামলায় গ্রেফতার তুতো ভাই পুলিশ অফিসার সন্দীপন

জুবিন গর্গের মৃত্যুতে এবার পুলিশের জালে বলিউড গায়কের তুতো ভাই সন্দীপন গর্গ। পেশায় পুলিশ অফিসার সন্দীপনের পরিকল্পনাতেই জুবিনকে খুন করা হয় বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে।
 

গুয়াহাটি: জুবিন গর্গের মৃত্যুতে এবার পুলিশের জালে বলিউড গায়কের তুতো ভাই সন্দীপন গর্গ। পেশায় পুলিশ অফিসার সন্দীপনের পরিকল্পনাতেই জুবিনকে খুন করা হয় বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে। বুধবার গ্রেফতারের তাঁকে আদালতে তোলা হলে সাতদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন বিচারক। অসম পুলিশের সিট এই মামলার তদন্ত চালাচ্ছে। তারা জানিয়েছে, সিঙ্গাপুরে জুবিনের সঙ্গে ঠিক কী ঘটেছিল তা নিয়ে ধোঁয়াশা কাটেনি। গানের অনুষ্ঠানে যোগ দিতে সেখানে গিয়েছিলেন জুবিন। হঠাৎ করেই দাদার বিদেশ সফরের কথা বলে সিঙ্গাপুরে হাজির হন সন্দীপন। এটাই ছিল তাঁর প্রথম বিদেশ সফর। জুবিনই তুতো ভাইকে সিঙ্গাপুরে যাওয়ার টিকিট করে দিয়েছিলেন। 

গত ১৯ সেপ্টেম্বর পার্টির মাঝে স্কুবা ডাইভিং করতে করতেই মৃত্যু হয় জুবিনের। এই ঘটনায় আগেই তাঁর ম্যানেজার, সহকারী, সিঙ্গাপুরের ইভেন্ট ম্যানেজার সহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওয় দেখা গিয়েছে, জুবিনের কাছেই সাঁতার কাটছেন তাঁর ব্যান্ডের সঙ্গী শেখরজ্যোতি গোস্বামী। আর তার ভিডিও করছেন সহকারী গায়িকা অমৃতপ্রভা মহান্ত। দু’জনকেই ২ অক্টোবর গ্রেফতার করে পুলিশ। তার ঠিক একদিন আগেই গর্গের ব্যক্তিগত ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং নথর্ইস্ট ইন্ডিয়া ফেস্টিভালের ম্যানেজার শ্যামকানু মহান্তকে গ্রেফতার করে পুলিশ। তাঁরাও ঘটনোস্থলে ছিলেন। সেদিন থেকেই চারজনকে টানা জেরা চলছে। মনে করা হচ্ছে, ধৃতদের কাছ থেকে সন্দীপনের বিরুদ্ধে তথ্য তদন্তরারীরা উদ্ধার করেছেন। গত পাঁচদিন ধরে সন্দীপনকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। অবশেষে তাঁকে গ্রেফতার করা হয়।

অসম পুলিসের স্পেশাল ডিজি মুন্না গুপ্তা বলেন, সন্দীপনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাঁকে এখনও পদ থেকে বরখাস্ত করা হয়নি। তদন্ত যেমন এগোবে, সেইমতোই অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে ডিজি গুপ্তা জানিয়েছেন।

Post a Comment

0 Comments