১.৭৭ লক্ষ অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীকে স্মার্ট ফোন রাজ্য সরকারের

 
১.৭৭ লক্ষ অঙ্গনওয়াড়ি ও আশা  কর্মীকে স্মার্ট ফোন রাজ্য সরকারের
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের স্মার্ট ফোন কিনতে হবে। রাজ্য সরকার তার জন্য ১০ হাজার টাকা করে দিচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার শেক্সপিয়ার সরণিতে এক অনুষ্ঠানে তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর আনুষ্ঠানিক সূচনা করেন। মুখ্যমন্ত্রী বলেন, অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীরা মা ও শিশুদের জন্য গুরুত্বপূর্ণ কাজ করেন। স্মার্ট ফোন পাওয়ায় তাঁদের কাজে আরও সুবিধা হবে। অনুষ্ঠানে উপস্থিত মুখ্যসচিব মনোজ পন্থ জানান, মোট ১ লক্ষ ৫ হাজার অঙ্গনওয়াড়ি কর্মী ও ৭২ হাজার আশা কর্মী স্মার্ট ফোন কেনার জন্য টাকা পাচ্ছেন। সরকারি সূত্রে জানা গিয়েছে, অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের কাছে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা পাঠানো হচ্ছে। সেখানে স্মার্ট ফোন কেনার জন্য ১০ হাজার টাকা দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। মা ও শিশুদের উন্নততর পরিষেবা দেওয়ার জন্য এই টাকা দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী চিঠিতে জানিয়েছেন। আগামীদিনে তাঁরা আরও ভালোভাবে কাজ করবেন বলে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেছেন। সরকারি সূত্রে জানা গিয়েছে, টাকা পাওয়ার পর অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের স্মার্ট ফোন কিনে তার নথি অফিসের কাছে জমা দিতে হবে। ১০ হাজার টাকার কম দামি স্মার্ট ফোন কিনলে অতিরিক্ত টাকা ফেরত দিতে হবে। তা না-হলে তাঁর ভাতা থেকে ওই টাকা বাদ যাবে। যে স্মার্টফোন কিনতে হবে তাতে কী কী বিশেষত্ব থাকতে হবে, তা নির্দিষ্ট করে দেওয়া হবে। স্মার্ট ফোন যাতে কাজে লাগে তার জন্য এই ব্যবস্থা।

Post a Comment

0 Comments