DA নয়! রাজ্য সরকারি কর্মীদের জন্য ফের নয়া ছুটির ঘোষণা, বিজ্ঞপ্তি জারি অর্থদপ্তরের

 

আর মাত্র গোনা কিছুদিন বাকি। তারপরই নতুন বছর। আর বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারি মাসে মিলবে টানা ছুটি (Government Holiday)। অফিস-কাছারি সবই বন্ধ থাকবে। তবে তার আগে সরকারি কর্মীদের (Government Employees) জন্য আরও একটু সুখবর। মিলবে এক্সট্রা ছুটি! মঙ্গলবার এমনই ঘোষণা করেছে রাজ্য সরকারের অর্থদপ্তর।

Join Whatsapp Group  

নয়া ছুটির ঘোষণা রাজ্যে | Government Holiday

রাজ্য সরকারি কর্মীদের ঝুলিতে যুক্ত হচ্ছে আরও একটি ছুটি। অর্থদপ্তর তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, আগামী ২৭ ডিসেম্বর, গুরু গোবিন্দ সিংজির ‘প্রকাশ পূরব’ উপলক্ষে ছুটি থাকবে। তবে সকলে সেই ছুটি পাবেন না। শনিবার শুধুমাত্র শিখ সম্প্রদায়ের কর্মচারীদের জন্য ছুটি থাকবে।

সরকারি বিজ্ঞপ্তিতে অনুসারে, এই ছুটি ‘সেকশনাল হলিডে’। সরকারি অফিস, লোকাল বডি, স্ট্যাটুটরি বডি, বোর্ড, কর্পোরেশন ও সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরতরা এই ছুটি পাবেন। ২৭, ২৮ ডিসেম্বর পর দু’দিন ছুটি পাবেন তাঁরা। জানিয়ে রাখি, ২৫ ডিসেম্বর, সমস্ত সরকারি কর্মীদেরই ছুটি। অর্থাৎ বছরের শেষে পরপর ছুটি মিলবে।

২০২৬ জানুয়ারি মাসের ছুটির তালিকা

জানুয়ারি মাসে প্রায় অর্ধেক মাসই ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মীরা (Government Employees)। নববর্ষ ১ জানুয়ারি, বৃহস্পতিবার ছুটি থাকছে। আবার ১০ জানুয়ারি শনিবার, ১১ জানুয়ারি রবিবার এবং ১২ জানুয়ারি সোমবার জাতীয় যুবদিবস স্বামী বিবেকানন্দ জন্মজয়ন্তী উপলক্ষে ছুটি মিলবে। অর্থাৎ টানা তিন দিন ছুটি। আবার ১৪ জানুয়ারি বুধবার মকর সংক্রান্তির ছুটি মিলবে। ফলে মাঝে মঙ্গলবার কোনও ভাবে ছুটি নিলে সরকারি কর্মীরা টানা ৫ দিনের একটানা ছুটি।

Subscribe Youtube Channel  

এরপর ২৩ জানুয়ারি, শুক্রবার মিলবে ছুটি। সরস্বতী পুজোও পড়েছে সেদিন। প্রজাতন্ত্র দিবস ২৬ জানুয়ারি, সোমবার থাকবে ছুটি। ২৩ জানুয়ারি শুক্রবার নেতাজি জয়ন্তী ও সরস্বতী পুজোর ছুটি থাকছে রাজ্যে। এরপর ২৪ জানুয়ারি শনিবার, ২৫ জানুয়ারি রবিবার পড়েছে। আর তারপরই ২৬ জানুয়ারি সোমবার প্রজাতন্ত্র দিবসের ছুটি মিলবে। অর্থাৎ এক্ষেত্রেও টানা ছুটি পাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। দুবার মিলিয়ে জানুয়ারিতে দু’দফায় মোট ১০ দিনের ছুটি পাচ্ছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা। 

Post a Comment

0 Comments