শুরু হচ্ছে ২০২৬ সাল। আরে নতুন বছর পড়তেই লক্ষীর ভান্ডার(Lakhir Bhandar) প্রকল্পের মহিলাদের জন্য বিশেষ উপহার। প্রকল্পের আরো একটি কিস্তির টাকা দেওয়া শুরু। এই ধাপে মহিলাদের টাকা তালিকায় বিশেষ চমক রয়েছে। তিনটি আলাদা আলাদা ধাপে আলাদা আলাদাভাবে মহিলাদের ব্যাংকে ঢুকবে এই কিস্তির টাকা। এক্ষেত্রে ২০০০ টাকা ২৪০০ টাকা, ১২০০ টাকা, ১০০০ টাকা, ৩০০০ টাকা ও ৩৬০০ টাকা করে দেওয়া হবে। তবে বাড়তি টাকা পেতে রয়েছে এই বিশেষ শর্ত।
গৃহবধূদের জন্য এখন খুবই প্রয়োজনীয় প্রকল্প হচ্ছে এই লক্ষ্মীর ভান্ডার। মহিলারা প্রতিমাসে এই প্রকল্পের মাধ্যমে নগদ টাকা পাচ্ছে ব্যাংকে। সাধারণত ১২০০ টাকা ও ১০০০ টাকা করে দেওয়া হলেও এই মাসে মহিলাদের বিশেষ চমক রয়েছে। নতুন বছরে প্রচুর উপভোক্তাকে এই টাকা দেওয়া হবে। কবে থেকে এবারের কিস্তির টাকা মহিলারা তাদের ব্যাংকে পাবে এই বিষয়ে নতুন আপডেটে জানানো হয়েছে।
কাদের কত টাকা করে দেবে?(Lakhir Bhandar payment)
লক্ষীর ভান্ডার প্রকল্পের পক্ষ থেকে যে নতুন তালিকা এসেছে টাকা দেওয়ার সেই তালিকা অনুযায়ী জানা যাচ্ছে যে এই জানুয়ারি মাসে মহিলাদের টাকার তালিকায় বদল হয়েছে। অনেক মহিলা ১০০০ বা ১২০০ টাকার পরিবর্তে এই মাসে পাবে ২০০০ টাকা, ২৪০০ টাকা, ৩০০০ টাকা ও ৩৬০০ টাকা করে পাবে। এক্ষেত্রে নভেম্বর মাস থেকে যাদের বকেয়া অর্থ রয়েছে তাদের ব্যাংকেই এই ৩০০০ টাকা ও ৩৬০০ টাকা আসবে। আর যে সমস্ত উপভোক্তার টাকা ডিসেম্বর থেকে বকেয়া রয়েছে তারা একবারে ২০০০ টাকা ও ২৪০০ টাকা পাবে। গত মাসে যারা টাকা পেয়েছে তাদের ব্যাংকে এই জানুয়ারীতেও এক হাজার টাকা ও ১২০০ টাকা করেই দেওয়া হবে।
কবে আসবে জানুয়ারি মাসের টাকা?(Lakhir Bhandar payment date)
লক্ষীর ভান্ডার প্রকল্পের উপভোক্তারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে কবে তাদের ব্যাংকে প্রকল্পের টাকা দেওয়া হবে। কখনো আগে বা কখনো পরে দেওয়া হয় এই টাকা। তবে এই জানুয়ারি মাসে টাকা পেতে বেশি অপেক্ষা করতে হবেনা প্রকল্পের উপভোক্তাদের। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই টাকা ব্যাংকে চলে আসবে বলে খবর। তবে ব্যাংকিং সংক্রান্ত সমস্যা থাকলে টাকা ঢুকতে কিছুটা দেরিও হতে পারে।

0 Comments