বিডিও অফিসের সঙ্গে স্কুলেও এসআইআর শুনানি! প্রস্তুতিতে জোর প্রশাসনের নতুন নির্দেশ

 


বিডিও অফিস ছাড়াও এবার বিভিন্ন স্কুলে হতে চলেছে এসআইআরের গুরুত্বপূর্ণ শুনানি। প্রশাসনের নতুন নির্দেশে জোরদার প্রস্তুতি শুরু হয়েছে জেলা থেকে ব্লকে। কীভাবে চলবে শুনানি? কারা হাজির হতে হবে? কোন কোন নথি সঙ্গে রাখতে হবে?—সব কিছু বিস্তারিত জানুন।

 

বিডিও অফিসের পাশাপাশি স্কুলেও এসআইআরের শুনানি হবে। প্রতি ব্লকে পাঁচ থেকে আট জায়গা পর্যন্ত শুনানির আয়োজন করা হচ্ছে বলে বৃহস্পতিবার জানান পূর্ব মেদিনীপুরের অফিসার ইন-চার্জ ইলেকশন অনিরুদ্ধ নন্দী। প্রতিটি ভেনুতে একটি করে টেবিল থাকবে। সেখানে অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার(এইআরও) বসবেন। নোটিশ পাওয়া ভোটাররা সেখানে হাজির হন। ২০০২সালে পরিবারের কোনও সদস্যের নাম না থাকা সত্ত্বেও কীভাবে ভোটার তালিকায় নাম উঠল, সেই প্রশ্নের মুখোমুখি হবেন নোটিশ পাওয়া ভোটাররা।


পূর্ব মেদিনীপুর জেলায় মোট বুথ ৪৪২০টি। নন্দীগ্রামের একজন ভোটার ছাড়া এই জেলায় ডিজিটাইজেশনের কাজ সম্পূর্ণ। ওই ভোটারের এপিক অসম্পূর্ণ থাকায় ডিজিটাইজেশন আটকে গিয়েছে। বিষয়টি মুখ্য নির্বাচনী অফিসারের নজরে আনা হয়েছে। জেলায় মোট ৩২হাজার ৯৪৬ভোটার নন ম্যাপিং হিসেবে চিহ্নিত। অর্থাৎ, ওই সংখ্যক ভোটারের পরিবারের কোনও সদস্যের নাম ২০০২সালের ভোটার লিস্টে ছিল না। তাঁদের নোটিশ পাঠানো হবে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, তমলুক বিধানসভায় ২১৭৬জন, পাঁশকুড়া পূর্ব বিধানসভায় ১৯৪৭জন, পাঁশকুড়া পশ্চিম কেন্দ্রে ২২৫৯জন, ময়নায় ১১২৬জন, নন্দকুমারে ২১১৬জন, মহিষাদলে ২১২৮জন, হলদিয়া বিধানসভায় ৩৯২৫জন, নন্দীগ্রামে ১৯০১জন, চণ্ডীপুরে ১৮৫৯জন, পটাশপুরে ১৭৫৮জন, কাঁথি উত্তর কেন্দ্রে ১৩৫৩জন, ভগবানপুরে ১৪০৬জন, খেজুরিতে ১৩৩৩জন, কাঁথি দক্ষিণে ২৫৬৭ জন, রামনগরে ২১৭০জন এবং এগরা বিধানসভায় আরও ২৯২২জন নন ম্যাপিং ভোটার হিসেবে চিহ্নিত হয়েছেন।


আগামী ১৬ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে। তারপর‌ই দাবি ও আপত্তি বিষয়ক চিঠি জমা করা যাবে। সেইসঙ্গে নন ম্যাপিং ভোটারদের প্রত্যেকের কাছে নোটিশ পৌঁছে যাবে। পূর্ব মেদিনীপুরে মোট ২৫টি বিডিও অফিস ছাড়াও গ্রামীণ এলাকার বিভিন্ন স্কুলে এসআইআর শুনানি করা হবে বলে বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের ইলেকশন দপ্তরের অফিসার ইন-চার্জ জানিয়েছেন। গোটা প্রক্রিয়াটি ভিডিওগ্রাফি করা হবে। 


নির্বাচন কমিশন নিযুক্ত পর্যবেক্ষক নীলম মীনা পূর্ব মেদিনীপুরে ঘুরে যাওয়ার পর মুখ্য নির্বাচনী অফিস থেকে দু’জন স্পেশাল অফিসার পাঠানো হয়েছে। তাঁরা হলেন, সৌম্যজিৎ ঘোষ ও বিধানচন্দ্র পাত্র। বৃহস্পতিবার তাঁরা রামনগর-১বিডিও অফিসে যান। সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলাশাসক(ইলেকশন) বৈভব চৌধুরী, কাঁথির মহকুমা শাসক প্রতীক ধূমল এবং রামনগর-১ ও ২বিডিও। কমিশন থেকে আসা অফিসাররা চারজন বুথ লেভেল অফিসারকে ডেকে পাঠিয়েছিলেন। তাঁদের সঙ্গে ডিজিটাইজেশন,  ২০০২সালের সঙ্গে ম্যাপিং পদ্ধতি সহ নানা বিষয়ে কথা বলেছেন। আগের দিন অর্থাৎ বুধবার তাঁরা হলদিয়া মহকুমা শাসক অফিসে প্রায় দু’ঘণ্টা বৈঠক করেন। তারপর নন্দীগ্রাম-১বিডিও অফিসেও বৈঠক সারেন।


পূর্ব মেদিনীপুর জেলায় মোট ভোটার ৪২লক্ষ ৮৩হাজার ৩৪৮। তারমধ্যে এসআইআর প্রক্রিয়ায় তালিকা থেকে বাদ পড়ছে মোট ১লক্ষ ৪১হাজার ১৬৬জন। বাদ পড়া ভোটারদের মধ্যে মৃত ৬৩হাজার ৫৬০জন। নিরুদ্দেশ আরও ১৬হাজার ১৬৯জন। ডুপ্লিকেট অর্থাৎ দু’জায়গায় নাম ছিল ৬৮০জন। শিফ্টিং হওয়া সত্ত্বেও অন্যত্র তালিকায় নাম থেকে আরও ৬০হাজার ৭৫৭। 


ইলেকশন দপ্তরের অফিসার ইনচার্জ বলেন, জেলায় সমস্ত বিডিও অফিসের পাশাপাশি স্কুলেও শুনানি হবে। প্রতি ব্লকে পাঁচ থেকে আটটি জায়গায় এইআরওদের উপস্থিতিতে এই শুনানি হবে। ১৬তারিখ খসড়া তালিকা প্রকাশের পরই এই কাজ শুরু হবে। 

 

Post a Comment

0 Comments