আগামী ১১ ডিসেম্বর অনলাইন মাধ্যমে এনুমারেশন ফর্ম আপলোড করার শেষ দিন। তারপরেই খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচনী কমিশন। SIR প্রক্রিয়ায় এখনও পর্যন্ত বহু মৃত ভোটারের নাম চিহ্নিত করেছে BLO-রা। কিন্তু কীভাবে যাচাই করা হবে চিহ্নিত ব্যক্তি আদতেই মৃত? এবার এই বিষয়ে জেলা নির্বাচনী আধিকারিক নয়া নির্দেশ দিল কমিশন।
মৃত ব্যক্তিদের শনাক্তকরণের জন্যে গ্রাম পঞ্চায়েত ও পুরসভায় মৃতের যে তথ্য নথিভুক্ত রয়েছে, তা যাচাই করার নির্দেশ দিয়েছে কমিশন। পাশাপাশি যদি এলআইসি, ব্যাঙ্ক, কো-অপারেটিভ ব্যাঙ্কে মৃতদের তথ্য নথিভুক্ত থাকে, তাও যাচাই করে দেখার নির্দেশ। সরকারি যেসমস্ত প্রকল্প গুলি রয়েছে যেমন, বার্ধক্য ভাতা, লক্ষ্মীর ভান্ডার, এছাড়াও কৃষকদের বিভিন্ন প্রকল্পেও রয়েছে মৃত্যুর তথ্য। সেগুলিও খতিয়ে দেখতে হবে। এছাড়াও, শ্মশান, কবরস্থান, দাহস্থলের রেকর্ড তথ্য, পারিবারিক পেনশনের তথ্যও বিচার করা যাবে এক্ষেত্রে। এইসব সূত্রে থেকে মৃতদের তথ্য নিয়ে তালিকা ত্রুটিপূর্ণ করতে হবে।
আগামী ১৬ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার কমিশনের সূত্র অনুযায়ী, এখনও পর্যন্ত ৫২ লক্ষ ৯৯ হাজার ৬৬৩ জন ভোটারের নাম পড়েছে তালিকা থেকে। মৃত হিসাবে চিহ্নিত করা হয়েছে ২৩ লক্ষ ৪৮ হাজার ৯৫ জন ভোটারকে। তবে চিহ্নিত হওয়া মৃতরা আদৌ 'মৃত' কিনা তা খতিয়ে দেখতে তথ্য ভাল ভাবে যাচাই করার নির্দেশ দিয়েছে কমিশন।

0 Comments