বেসরকারি স্কুলের শিক্ষকরা অভিজ্ঞতার জন্য নম্বর পাবেন না কেন? এই প্রশ্ন
তুলে SSC নিয়ে ফের মামলা দায়ের হল কলকাতা হাই কোর্টে। আগামী ২৮ নভেম্বর
শুনানির সম্ভাবনা।
নিয়োগ পদ্ধতি অসাংবিধানিক বলে ব্যাখ্যা করে চলতি বছরের এপ্রিলে ২০১৬ সালের
এসএসসির গোটা প্যানেল বাতিল করে সুপ্রিম কোর্ট। ফলে চাকরি হারান ২৫,৭৫২ জন
শিক্ষক, শিক্ষাকর্মী। চাকরিহারা যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের নতুন পরীক্ষার
মধ্যে দিয়ে নিয়োগের নির্দেশ দিয়েছিল দেশের শীর্ষ আদালত। সেই মতো পরীক্ষা
হয়। ফলাফলও প্রকাশিত হয়েছে। সেখানে দেখা যাচ্ছে পূর্ববর্তী কাজের অভিজ্ঞতার
জন্য যোগ করা হয়েছে ১০ নম্বর। তবে শুধুমাত্র যারা সরকারি স্কুলে শিক্ষকতা
করতেন, তাঁরাই এই নম্বর পেয়েছেন। ফলে মূলত সুপ্রিম রায়ে চাকরিহারা
শিক্ষকদেরই এই ১০ নম্বর অতিরিক্ত মিলেছে। কিন্তু যদি সরকারি স্কুলের
শিক্ষকরা এই নম্বর পান, তাহলে সরকার স্বীকৃত বেসরকারি স্কুলের ক্ষেত্রে তা
হবে না কেন? সেই প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টে দায়ের হল মামলা। ২৮ নভেম্বর
বিচারপতি অমৃতা সিনহার এজলাসে শুনানির সম্ভাবনা।
বেসরকারি স্কুলের শিক্ষকরা অভিজ্ঞতার জন্য নম্বর পাবেন না কেন? এই প্রশ্ন তুলে SSC নিয়ে ফের মামলা দায়ের হল কলকাতা হাই কোর্টে। আগামী ২৮ নভেম্বর শুনানির সম্ভাবনা।
প্রসঙ্গত, সুপ্রিম রায় মেনে রাজ্যের সম্প্রতি নবম-দশম, একাদশ-দ্বাদশে
নিয়োগের যে পরীক্ষার আয়োজন করেছিল SSC তা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। কারণ,
ফলাফল প্রকাশিত হওয়ার পর দেখা যাচ্ছে নতুন যারা পরীক্ষা দিয়েছিলেন, তাঁরা
পুরো নম্বর পাওয়া সত্ত্বেও ইন্টারভিউয়ের জন্য ডাক পাননি। কারণ, পূর্ববর্তী
কাজের অভিজ্ঞতার জন্য যোগ করা হয়েছে ১০ নম্বর। যা নতুন চাকরিপ্রার্থীদের
মধ্যে কেউই পাননি। ফলে তাঁরা মোট যে নম্বরের পরীক্ষা দিয়েছেন কাটঅফ মার্কস
দাঁড়িয়েছে তার থেকে বেশি। তা নিয়ে সোমবার রাতে বিকাশভবন চত্বর ঘেরাওয়ের
চেষ্টাও করেন পরীক্ষার্থীরা। তা নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।

0 Comments