ইনিউমারেশন ফর্ম না পেলে অভিযোগের ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা, দাবি কমিশনের

 


কোনও ভোটার ইনিউমারেশন ফর্ম না পেলে এবার সরাসরি নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। সোমবার এমনটাই জানানো হয়েছে কমিশনের তরফে। বলা হয়েছে, ২০২৫-এর ২৮ অক্টোবর পর্যন্ত ভোটার তালিকায় নাম রয়েছে, অথচ ইনিউমারেশন ফর্ম পাননি, তাঁদের ১৯৫০ কিংবা ০৩৩-২২৩১-০৮৫০ নম্বরে (টোল ফ্রি নম্বর) ফোন করতে হবে। নিজের নাম, বিধানসভা কেন্দ্রের নাম, পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর লিখে ৯৮৩০০৭৮২৫০ নম্বরে হোয়াটসঅ্যাপও করা যাবে। যোগাযোগ করার ৪৮ ঘণ্টার মধ্যে পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে কমিশন।

অন্যদিকে, ফর্মে ভোটারের ছবি দেওয়া বাধ্যতামূলক না হলেও প্রতিটি বাড়িতে গিয়ে বিএলও অ্যাপের মাধ্যমে ভোটারদের ছবি তুলতে হবে বিএলওদের। ছবি তোলার প্রয়োজনে বিএলওদের ফের ভোটারদের বাড়ি যেতে হবে বলে নির্দেশিকা জারি করেছে কমিশন। তবে ফর্মে স্পষ্ট ছবি থাকলে নতুন করে ছবি তোলার প্রয়োজন নাও হতে পারে। ছবি তোলার সময় ভোটারকে পাওয়া না গেলে পুরোনো ছবি দিয়েই তাঁদের ফর্ম জমা পড়বে।

কমিশন জানিয়েছে, এদিন পর্যন্ত ৯.৫৫ শতাংশ অর্থাৎ ৭৩ লক্ষ ১৯ হাজার ৯২৭টি ফর্ম ডিজিটাইজড করার কাজ শেষ হয়েছে। এছাড়া, এখনও পর্যন্ত ৯৯.৫৬ শতাংশ অর্থাৎ ৭ কোটি ৬৩ লক্ষ ১৬৩টি ফর্ম বিলি করা হয়ে গিয়েছে। কমিশন আরও জানিয়েছে, ফর্মে ভুল থাকলে শুধু একটি দাগ টেনে কেটে দিতে হবে ভোটারদের। সেক্ষেত্রে পাশের খালি জায়গায় সঠিক তথ্য লিখতে হবে। ফর্ম ডিজিটাইজড হওয়ার কারণে সব তথ্য, নথি, নাম, স্বাক্ষর, ছবি ডিজিটাল রেকর্ডে থাকবে। কেউ ভুল তথ্য দিলে বা ভুল করলে তা সহজে চিহ্নিত করা যাবে।  কমিশনের আরও নির্দেশ, মৃত, স্থানান্তরিত অথবা ভোটার তালিকায় দু’বার নাম রয়েছে, এমন ভোটারদের বিষয়ে সঠিক তথ্য দিতে হবে বিএলওদের। ফর্মের অপব্যবহার করে ভোটার সম্পর্কে ভুল তথ্য দিলে জনপ্রতিনিধিত্ব আইনের ৩১ নম্বর অনুচ্ছেদ অনুসারে তাঁদের সর্বোচ্চ এক বছর পর্যন্ত জেল বা জরিমানা বা উভয়ই হতে পারে। এছাড়াও যেসব বুথ লেভেল এজেন্ট (বিএলএ) বিএলও-দের কাছে প্রতিদিন ৫০টি পর্যন্ত ফর্ম জমা দিচ্ছেন, সেসব ফর্মে দেওয়া তথ্য যে সঠিক, তা তাঁদের জানাতে হবে। এছাড়াও ভোটাররা যে তাঁর উপস্থিতিতে সই করেছেন, তাও জানাতে হবে বিএলএ-কে।

Post a Comment

0 Comments