মাত্র ১ টাকায় ৩ মাসের JioHotstar Premium! সত্যি নাকি স্যোশাল মিডিয়ার গুজব?

 


ইন্টারনেটজুড়ে এখন একটাই আলোচনার কেন্দ্র-মাত্র ১ টাকায় ৩ মাসের JioHotstar প্রিমিয়াম! স্ক্রিনশট, পোস্ট, রিল-সব জায়গায় একই দাবি। কিন্তু সত্যি কি এত কম দামে মিলছে ৪৯৯ টাকার প্ল্যান? প্রশ্ন উঠছে ভোক্তা থেকে টেক বিশেষজ্ঞদের মধ্যেও। 

ঘটনার সূত্রপাত একটি ভাইরাল স্ক্রিনশট থেকে। তাতে দেখা যাচ্ছে, JioHotstar-এর ৩ মাসের প্রিমিয়াম সাবস্ক্রিপশন নাকি পাওয়া যাচ্ছে মাত্র ১ টাকাতে। যদিও প্রকৃত মূল্য ৪৯৯ টাকা। আরও জানা যাচ্ছে, প্রথম ৩০ দিন এই দামেই চলবে ট্রায়াল পিরিয়ড। তার পর স্বয়ংক্রিয়ভাবে কেটে যাবে পুরো ৪৯৯ টাকা। এক বছরের প্ল্যানেও একই নিয়ম-১ মাস পরে কেটে নেওয়া হবে ১৪৯৯ টাকা।

এখানে মূল প্রশ্ন-সংস্থা কি সত্যিই এমন কোনও অফার ঘোষণা করেছে? উত্তর-না, JioHotstar-এর তরফে সরাসরি কোনও অফিসিয়াল স্টেটমেন্ট পাওয়া যায়নি। তবে বহু ব্যবহারকারী দাবি করেছেন, তাদের অ্যাপে এই অফারটি দেখা গেছে।

আরও একটি গুরুত্বপূর্ণ দিক-এটি শুধু Jio সিম ব্যবহারকারীদের জন্য কিনা? সম্ভাবনা অনুযায়ী, না। যে কোনও নেটওয়ার্ক ব্যবহারকারীই Lucky Offer-এর আওতায় পড়তে পারেন। কীভাবে বুঝবেন আপনার জন্য অফারটি আছে কি না? 

এই ধাপগুলো অনুসরণ করলে সহজেই জানতে পারবেন- প্রথমে JioHotstar অ্যাপ ডাউনলোড করুন। নিজের মোবাইল নম্বর দিয়ে লগ ইন করুন। (যে নম্বরে আগে সাইন-ইন করা হয়েছে, সেটা না ব্যবহার করাই ভালো)। My Space অপশনে যান। Subscribe Plan-এ ক্লিক করুন। যদি অফারটি আপনার জন্য উপলব্ধ থাকে-আপনি দেখবেন ₹1 Trial Offer। চাইলে সাবস্ক্রাইব করতে পারেন-তবে সতর্ক থাকুন। ৩০ দিনের পর অটো ডেবিট হবে পুরো মূল্য। এই অফার আদৌ অফিসিয়াল কিনা তা এখনো পরিষ্কার নয়। কিন্তু সত্যি হলে এটি নিঃসন্দেহে দেশের OTT দুনিয়ায় অন্যতম আকর্ষণীয় ডিল।

Post a Comment

0 Comments