বাংলায় তিন বছর কাটিয়ে চারে পা! সাম্প্রতিক জটিলতা ভুলে সম্প্রীতির বার্তা দিলেন সিভি আনন্দ বোস

 

রাজ্যপাল হিসেবে তৃতীয় বর্ষ পূর্তি সি ভি আনন্দ বোসের। সেই উপলক্ষে কলকাতার রাজভবনে আজ, রবিবার দিনভর নানা কর্মসূচি পালিত হবে  রাজ্যপালের নেতৃত্বে। রাজ্যপালের হাত ধরে যোগা ক্যারাটের পাশাপাশি একাধিক অনুষ্ঠানের সূচনা। বাচ্চা থেকে বড় সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে রাজভবনে অনুষ্ঠান। 

এদিন রাজ্যে ৩ বছর পূর্তিতে নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন বোস। রাজ্যের শাসকদলের সঙ্গে সাময়িক তিক্ততাকে দূরে রেখে বাংলা নিয়ে মধুর স্মৃতির কথা বললেন তিনি। জানান, বাংলায় কাজ করার অভিজ্ঞতা দারুণ। গ্রামবাংলাকে আরও দেখতে চান, আরও সময় কাটাতে চান এই রাজ্যেই।

আজ, রবিবার সকাল থেকেই জমজমাট ব্যবস্থা রাজভবন চত্বরজুড়ে। ভোরে যোগচর্চার অনুষ্ঠানে বাকিদের সঙ্গে নিজেও সামিল হয়েছিলেন রাজ্যপাল নিজেও। তারপরেই প্রেস কর্নারে তিন বছরের অভিজ্ঞতা ভাগ করে নেন তিনি। বলেন, 'রাজ্যবাসীর প্রতি যে দায়িত্ব ছিল তা পালন করার চেষ্টা করেছি, বাংলার সংস্কৃতি খুবই উন্নত। বাংলা শিশু ও মহিলাদের পাশে থাকার চেষ্টা করেছি। আগামী দুবছরেও এভাবেই পাশে থাকার চেষ্টা করব।  রাজনৈতিক নেতাদের সঙ্গে সম্পর্কের উত্থান পতন হবেই। কিন্তু বাংলার মানুষ যে ভালোবাসা আমাকে দিয়েছে তার প্রতি আমি কৃতজ্ঞ। হিংসামুক্ত ভ্রষ্টাচারমুক্ত বাংলা গড়াই আমার লক্ষ্য'

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে রাজ্যে SIR নিয়ে সাধারণ মানুষের মনে ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে। এদিন এই বিষয় নিয়েও কথা বলেছেন রাজ্যপাল। বলেছেন, 'আতঙ্কের কিছু নেই। প্যানিক হবেন না। নির্বাচন কমিশন ও রাজ্য সরকারের এই সময় সাধারণ মানুষের সঙ্গে কথা বলা দরকার। রাজ্যপাল হিসেবে আমার যা করণীয় আমি করব।'


Post a Comment

0 Comments