গতি মানেই প্রগতি স্বাস্থ্যসচিবকে দ্রুত নিয়োগের কড়া নির্দেশ মুখ্যমন্ত্রী |

 

আদালতের জন্য আটকে ছিল নিয়োগ। এবার দ্রুত নিয়োগ করতে হবে। মঙ্গলবার, স্বাস্থ্য  ভবনে ভ্রাম্যমাণ স্বাস্থ্য ক্লিনিক প্রকল্পের উদ্বোধনে কড়া নির্দেশ দিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যের স্বাস্থ্যসচিবকে (Health Secretary) রাজ্যের প্রশাসনিক প্রধানের নির্দেশ, স্বাস্থ্য আধিকারিকরা যদি দীর্ঘসূত্রিতা করেন, তাহলে নিজে উদ্যোগ নিন নারায়ণ স্বরূপ নিগম।
 
এদিন, রাজ্যের (State) স্বাস্থ্যব্যবস্থা নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, গত ১৪ বছরে বাংলার স্বাস্থ্য ব্যবস্থায় বিপ্লব এসেছে। এর পরেই চিকিৎসক, নার্স নিয়োগ দ্রুত করার বিষয়ে জোর দেন মুখ্যমন্ত্রী। বলেন, এতদিন আদালতে মামলার কারণে নিয়োগ করা যায়নি। এবার সেই সব মিটে গিয়েছে। এবার দ্রুত নিয়োগ করা হোক।
 
এর পরেই স্বাস্থ্যসচিবের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, তোমার দফতরের আধিকারিকরা যদি দেরি করেন, তবে তুমি নিজে উদ্যোগ নাও। একটু থেকে উষ্মা প্রকাশ করে মমতা বলেন, “গতি মানেই প্রগতি। আমি তো কারও কাজে নাক গলাই না, কিন্তু দায়িত্ব যাঁদের, তাঁদের কাজের ফল দেখতে চাই।”
 
মুখ্যমন্ত্রী জানান, নিয়োগের জন্য হেলথ রিক্রুটমেন্ট বোর্ড (Health Recruitment Board) রয়েছে। তারা দ্রুততার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করুক। বলেন, “স্বাস্থ্য পরিষেবায় মানবসম্পদ বৃদ্ধির দিকেও আমরা জোর দিচ্ছি। ইতিমধ্যেই ১৪ হাজার চিকিৎসক নিয়োগ হয়েছে। বাকি পদগুলো দ্রুত পূরণের জন্য নারায়ণ স্বরূপ নিগমকে (Health Secretary) নির্দেশ দেওয়া হয়েছে। চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান— সবাই এই ব্যবস্থার অপরিহার্য অংশ। ওষুধ থেকে শুরু করে অক্সিজেন ও রোগী পরিষেবা— প্রতিটি ক্ষেত্রেই তাঁদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
 
মুখ্যমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট, রাজ্য সরকারের অগ্রাধিকার তালিকার শীর্ষে রয়েছে স্বাস্থ্য পরিষেবার সম্প্রসারণ ও আধুনিকীকরণ— শহর থেকে গ্রাম, সর্বত্রই যাতে জনগণ বিনামূল্যে ও মানসম্মত স্বাস্থ্য পরিষেবা পান, সেই লক্ষ্যেই এগোচ্ছে সরকার।
 
একই সঙ্গে মমতা বলেন, “আমি এই ব্যাপারে রাফ অ্যান্ড টাফ। কারও সাথে অন্যায় হোক আমি চাই না। কিন্তু একটা অভিযোগ কিছুদিন আগেই এসেছিল আমাদের কাছে, বারাসাত এলাকা থেকে, ২ লক্ষ টাকা স্বাস্থ্যসাথী রেখে বাকি টাকা ক্যাশে দিতে বলেছিল। আমি স্বাস্থ্য সচিবকে সঙ্গে সঙ্গে বলেছি।”
 
সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিমূলক প্রচারের বিরুদ্ধে সুর চড়ান মুখ্যমন্ত্রী। বলেন, “আজকাল সোশ্যাল মিডিয়ায় অনেকে উল্টোপাল্টা লেখে। এদের কাউন্টার করতে নারায়ণ তোমার লোক রাখা উচিত। বেশি কথায় নয়, অল্প কথায়, চার লাইনে জবাব দিতে হবে।” 

Post a Comment

0 Comments