উপযুক্ত তথ্য-প্রমাণ পেলে SIR বাতিল করা হবে: তৃণমূলের মামলায় পর্যবেক্ষণে মন্তব্য বিচারপতি সূর্যকান্তর

 

 

অভিযোগ সংক্রান্ত উপযুক্ত তথ্য প্রমাণ পেলে SIR বাতিল করা হবে। মঙ্গলবার, সুপ্রিম কোর্টের (Supreme Court) শুনানিতে মন্তব্য বিচারপতি সূর্যকান্তর। বাংলায় SIR প্রক্রিয়া স্থগিতের আর্জিতে দায়ের করা মামলায় নোটিশ জারি করেছে শীর্ষ আদালত।
 
বাংলার ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়া স্থগিতের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে তৃণমূল (TMC)। এদিন এই মামলা গ্রহণ করার সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত (Suryakant) এবং বিচারপতি জয়মাল্য বাগচি নোটিশ জারি করে জাতীয় নির্বাচন কমিশনের জবাব তলব করেছেন৷ দু-সপ্তাহের মধ্যে হলফনামা-সহ বিস্তারিত জবাব দিতে হবে নির্বাচন কমিশনকে (Election Commission)৷ একইসঙ্গে বিচারপতি সূর্যকান্ত সাফ জানিয়ে দিয়েছেন, বাংলার SIR প্রক্রিয়ায় কোনও গড়মিলের প্রমাণ পেলে তারা পুরো প্রক্রিয়াটিকেই বাতিল করতে পিছুপা হবেন না।
 
মঙ্গলবার সুপ্রিম কোর্টে বিচারপতি (Justice) সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে সওয়াল করতে গিয়ে বর্ষীয়ান আইনজীবী কপিল সিবাল দাবি করেন, তাঁরা বাংলার ‘SIR’ প্রক্রিয়ার উপরে দ্রুত স্থগিতাদেশ চাইছেন৷ তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে সিবাল প্রশ্ন তোলেন, কেন বাংলার বিধানসভা নির্বাচনের আগে এই ভাবে তড়িঘড়ি এসআইআর পরিচালনা করা হচ্ছে রাজ্যে? মাত্র দু-মাসের মধ্যে গোটা বাংলায় এসআইআর শেষ করতে গিয়ে যদি কোনও ভুল হয়, যদি লক্ষ লক্ষ বৈধ ভোটার তালিকা থেকে বাদ যান, তাহলে তার দায় কে নেবে? সিবালকে সমর্থন জানান বর্ষীয়ান আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷ তাঁদের সওয়ালকে মান্যতা দিয়ে বিচারপতি সূর্যকান্ত জানান, জাতীয় নির্বাচন কমিশনের জবাব হাতে পাওয়ার পরে তাঁরা ২৬ নভেম্বর এই মামলার পূর্ণাঙ্গ শুনানি করবেন৷
 
দু-সপ্তাহের মধ্যে নোটিশের জবাব তলব করা হয়েছে। সুপ্রিম কোর্টের নোটিশের প্রেক্ষিতে জবাব দেবে নির্বাচন কমিশন, কেন্দ্রীয় সরকার-সহ সব পক্ষ। 

Post a Comment

0 Comments