এসআইআর ফর্ম বিলি করতে গিয়ে রাস্তায় লুটিয়ে পড়েছিলেন বিএলও! দায়িত্ব থেকে অব্যাহতি কমিশনের |

 

 

কোন্নগরে এসআইআর সমীক্ষার চাপ সামলাতে গিয়ে সেরিব্রাল অ্যাটাকে আক্রান্ত হলেন বিএলও তপতী বিশ্বাস। নির্বাচন কমিশন দ্রুত তাঁকে দায়িত্বমুক্ত করেছে। ভোটার তালিকা সমীক্ষা ঘিরে বেড়ে চলা চাপ ও অসুস্থতা নিয়ে উদ্বেগ বাড়ছে।
 
ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা (SIR) চলাকালীন ফের অসুস্থ হলেন এক বিএলও। কোন্নগরের অঙ্গনওয়াড়ি কর্মী ও বিএলও তপতী বিশ্বাস এসআইআর অ্যানুমারেশন ফর্ম বিলি করতে গিয়েই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁর সেরিব্রাল অ্যাটাক হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ঘটনার পরেই নির্বাচন কমিশন তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে।
 
বর্তমানে পশ্চিমবঙ্গ সহ দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে জোরকদমে চলছে এসআইআর-এর কাজ। বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি ও সংগ্রহ করতে গিয়ে ইতিমধ্যেই অতিরিক্ত কাজের চাপে অসুস্থতা ও মৃত্যুর একাধিক ঘটনা সামনে এসেছে। বিএলওদের একাংশ অভিযোগ করছেন, কাজের পরিমাণ ও চাপ এতটাই বেশি যে মানসিক ও শারীরিকভাবে তাঁরা ভেঙে পড়ছেন।
 
তপতী বিশ্বাস বুধবার সকালে বাড়ি থেকে ফর্ম বিলি করতে বেরিয়েছিলেন। হঠাৎ রাস্তাতেই তিনি অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে কোন্নগর পুরসভার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের বক্তব্য, তাঁর শরীরের বাম দিক অবশ হয়ে গেছে এবং এটি সেরিব্রাল অ্যাটাক।
 
তপতীর স্বামী অভিযোগ করেছেন, এসআইআর-এর অত্যধিক কাজের চাপে স্ত্রী মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। কীভাবে এত কাজ সামলাবেন, তা নিয়েই দুশ্চিন্তায় ছিলেন। এদিকে তপতীর অসুস্থতার খবর নির্বাচকমন্ডলীর কাছে পৌঁছতেই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। তাঁকে অব্যাহতি দেওয়ার পাশাপাশি হাসপাতালের অবস্থার খোঁজও নেওয়া হয়েছে। হাসপাতাল সূত্রের খবর, তপতী দেবীর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। 

Post a Comment

0 Comments