কৃষকবন্ধু প্রকল্পের টাকা কবে দিবে ২০২৫|

 
মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় রাজ্যের ছোটো বড় সমস্ত কৃষকদের জন্য একটি প্রকল্প চালু করেছিল তার নাম কৃষকবন্ধু প্রকল্প। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় রাজ্যের সমস্ত কৃষকদেরদের দুর্দশা দেখে , কৃষকদের সহযোগীতা করার জন্য কৃষকদের জন্য চালু করেছেন এই কৃষকবন্ধু প্রকল্প।
 
এই প্রকল্পের আওতায় রাজ্যের কৃষকদের বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে থাকে রাজ্য সরকার । এক হচ্ছে খারিফ মৌসুমের টাকা অপরটি হচ্ছে রবি মৌসুমের টাকা।
 

Krishak Bandhu Taka Kobe Dibe 2025

 

২০১৯ সালে কৃষকবন্ধু প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের চাষের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয় এছাড়াও মৃত্যুকালীন সহায়তাও দেওয়া হয় ।

পশ্চিমবঙ্গ সরকারের কৃষকবন্ধু প্রকল্পের খারিফ এবং রবি দুটি মৌসুমে বছরের সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয়। যা দুটি সমান কিস্তিতে কৃষকদের ব্যাংক একাউন্টে জমা হয়।

যদি এক একরের বেশি জমি থাকে তাহলে কৃষকরা বছরে ১০০০০ টাকা পাবেন। আর যদি এক একরের নিচে জমি থাকে তাহলে বছরে নূন্যতম ৪০০০ টাকা পাবে কৃষকরা দুটি কিস্তির মাধ্যমে।

২০২৫ সালে প্রথম কিস্তি খরিফ সিজিনের দেওয়া হয়ে গেছে, এবার ২০২৫ সালে কৃষকরা পাবে দ্বিতীয় কিস্তি রবি মরশুমের টাকা। নিম্নে কৃষকবন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা কবে দেবে বিস্তারিত আলোচনা করা হল।

কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজিনের টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে এবং রবি সিজিনের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চের মধ্যে।

এবার ২০২৫ সালে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করলেন । কৃষকদের কথা চিন্তা করে এবার রবি সিজিনের টাকা আগাম দেওয়া হবে।

রবি সিজনের টাকা এবার কবে পাবেন কৃষক বন্ধুরা এই কথা কৃষকরা জানতে চাইছেন কিন্তু এবার অপেক্ষার অবসান ঘটিয়ে এলো কৃষকদের জন্য দারুন সুখবর। ২০২৫ সালে রবি সিজিনের ২০০০ ও ৫০০০ টাকা কৃষকদের ব্যাংক একাউন্টে ডিসেম্বর মাসের শুরুতে দেওয়া হবে।

আর এই সমস্ত জেলায় কিন্তু সবার প্রথমে টাকা দেওয়া হবে। সবার প্রথম টাকা দেওয়া হতে পারে ঝাড়গ্রাম, হুগলি, বীরভূম, কোচবিহার, নদীয়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, মালদা এবং মুর্শিদাবাদ, হাওড়া তারপরে বাকি জেলাগুলিতে টাকা দেওয়া হবে।

কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজিনের টাকা কবে দেবে?
 

বিগত তিন বছর ধরে রবি সিজিনের টাকা দেওয়া হচ্ছে যেই তারিখে সেগুলো হল –

২০২২ সালে টাকা দিয়েছিল ২১ শে ডিসেম্বর

২০২৩ সালে টাকা দিয়েছিল ১২ ডিসেম্বর

২০২৪ সালে টাকা টাকা দিয়েছিল ২১ নভেম্বর

সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন কৃষকরা এ বছর যে টাকা পাবে তা খুব শীঘ্রই দেওয়া হবে । তবে তিনি কোন নির্দিষ্ট তারিখ ঘোষণা করেননি।


২০২৫ সালে এখনো পর্যন্ত রাজ্য সরকার কৃষকবন্ধু প্রকল্পের টাকা দেওয়ার নির্দিষ্ট কোন তারিখ জানায়নি কৃষি দপ্তর।

তবে কৃষি দপ্তরের তরফ থেকে সমস্ত কাজ সেরে রাখা হয়েছে সমস্ত কৃষকদের স্ট্যাটাস অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে গেছে।

Krishak Bandhu Taka Kobe Dibe

 

কৃষি দপ্তর জানিয়েছে ডিসেম্বর মাসের শুরুতেই টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে। সবকিছু ঠিকঠাক থাকলে ১ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যেই টাকা ছাড়বেন মুখ্যমন্ত্রী মমতা ।
 
Krishak Bandhu Status Check : Click Here 

 

 

Post a Comment

0 Comments