বলিউডের ‘হি-ম্যান’ ধর্মেন্দ্র প্রয়াত। আজ, সোমবার সকালেই নিজের বাসভবনে শেষ নিঃশ্ব্যাস ত্যাগ করেন তিনি। যদিও তাঁর পরিবারের তরফে এই বিষয়ে কিছুই জানানো হয়নি। কিন্তু সংবাদসংস্থার তরফে বর্ষীয়ান অভিনেতার প্রয়াণের খবর প্রকাশ করা হয়েছে। এমনকি পরিচালক করণ জোহারও ইনস্টাগ্রামে ধর্মেন্দ্রকে নিয়ে একটি আবেগঘন পোস্ট করেছেন। মৃত্যুকালে ধর্মেন্দ্র’র বয়স হয়েছিল ৮৯ বছর। চলতি মাসের শুরুতে তীব্র শ্বাসকষ্ট নিয়ে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ধর্মেন্দ্র।
যদিও সেখান থেকে সুস্থ হয়ে বাড়িও ফেরেন এই বর্ষীয়ান অভিনেতা। তারপর থেকে প্রকাশ্যে তাঁর আর কোনও ছবি সামনে আসেনি। এদিন ধর্মেন্দ্র’র পরিবারের সদস্যদের মুম্বইয়ের ভিলে পার্লে শ্মশানে যেতে দেখা যায়। শ্মশানে হাজির হন অমিতাভ ও অভিষেক বচ্চন, সলমন খান সহ একাধিক অভিনেতা ও কলাকুশলিরা। ধর্মেন্দ্র’র প্রয়াণের খবর পেয়েই মুম্বইয়ে অভিনেতার বাসভবনের বাইরে ভিড় জমাতে শুরু করেছেন ভক্তরা। বর্ষীয়ান এই অভিনেতার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

0 Comments