মাল নদীর পাশে আবর্জনার স্তূপ থেকে উদ্ধার রেশন কার্ড, কোথা থেকে এল?

 

 


আবর্জনার স্তূপে মিলল একাধিক রেশন কার্ড। মাল নদীর আবর্জনার স্তূপ থেকে উদ্ধার হয় রেশন কার্ডগুলি। এসআইআর আবহে একগুচ্ছ রেশন কার্ড উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়েই ছুটে আসে স্থানীয় মালবাজার থানার পুলিশ। উদ্ধার করা হয় রেশন কার্ডগুলি। নদীর নোংরা আবর্জনার স্তূপে এতগুলি রেশন কার্ড কীভাবে আসল, তা খতিয়ে দেখা হচ্ছে। কিছু আড়াল করতে কেউ রেশন কার্ডগুলি ফেলে গিয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় মানুষজনকেও এই বিষয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করছেন বলে জানা গিয়েছে।

 

 মাল নদীর ধারে আসা স্থানীয় মানুষজন আবর্জনার স্তূপের মধ্যে একাধিক রেশন কার্ড পড়ে থাকতে দেখেন। একদিকে যখন বাংলায় এসআইআর প্রক্রিয়া চলছে, সেই সময় একগুচ্ছ রেশন কার্ড পড়ে থাকতে দেখে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কেন নোংরার মধ্যে তা পড়ে রয়েছে তা নিয়ে কৌতূহল তৈরি হয়। এরপরেই খবর যায় পুলিশে। জানা গিয়েছে, আবর্জনা সরিয়ে  অন্তত ২৫টি রেশন কার্ড উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে তদন্তকারীরা জানতে পেরেছেন, কার্ডগুলি মেটেলি থানার গোবরাবস্তি এলাকার একটি নির্দিষ্ট রেশন দোকানের সঙ্গে যুক্ত। কিন্তু সেগুলি আবর্জনার মধ্যে কে বা কারা ফেলে গেল সেটাই ভাবাচ্ছে পুলিশকে।

 

বলে রাখা প্রয়োজন, রবিবার সকালে সল্টলেকের বিএ ব্লক থেকে একাধিক আধার কার্ড উদ্ধার হয়। খবর পেয়েই ছুটে যায় উত্তর বিধাননগর থানার পুলিশ। জানা যায়, আধার কার্ডগুলি ভিন রাজ্যের। কিন্তু সল্টলেকের রাস্তায় কীভাবে এল তা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। শুধু তাই নয়, যাঁদের নামে ওই আধার কার্ড, তাঁদের সঙ্গেও যোগাযোগ করছেন তদন্তকারীরা। এর মধ্যেই এবার একগুচ্ছ রেশন কার্ড উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। 

Post a Comment

0 Comments