বঙ্গে SIR লাগু হওয়ার পর থেকেই রাজ্য জুড়ে একের পর এক বিতর্কের উথ্থান।কখনও ভুয়ো ভোটারের মিলছে হদিশ তো কখনও আবার বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভিড় এলাকায়। আর এবার অজস্র ভোটার কার্ড ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা নিয়ে শুরু জোর তরজা। নবদ্বীপের প্রতাপনগর মেন রোডের ধারে শতাধিক ভোটার কার্ড পড়ে থাকতে দেখে রীতিমতো হতবাক স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে ভোটার কার্ডগুলি উদ্ধার করে নিয়ে যায় নবদ্বীপ থানার পুলিস।
তবে বাসিন্দাদের অভিযোগ, উদ্ধার হওয়া অধিকাংশ ভোটার কার্ড নবদ্বীপ এলাকারই।কিছু কার্ড আবার পার্শ্ববর্তী অঞ্চলের।কিন্তু যাদের কার্ড পাওয়া গিয়েছে তাদের অধিকাংশের কাছে আসল ভোটার কার্ডও রয়েছে বলে জানা যায়। তাহলে কোথা থেকে এই ভুয়ো ভোটার কার্ডগুলো এল? কারা এই ভোটার কার্ডের মালিক? পরিত্যক্ত ভোটার কার্ড নিয়ে উঠছে ভুরি ভুরি প্রশ্ন। যদিও গোটা ঘটনায় শাসকদলকেই দোষারোপ গেরুয়া শিবিরের।পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে নবদ্বীপ থানায় যাওয়ার সিদ্ধান্ত স্থানীয় বিজেপি নেতৃত্বের।
তবে নদিয়ায় পরিত্যক্ত ভোটার কার্ডের হদিশ মিলেছে এর আগেও। মাস খানেক আগেই কল্যাণীর মাঝের চরে এক ভবঘুরের ব্যাগে মিলেছিল শতাধিক ভোটার কার্ড।যার মধ্যে তিনটি ডিজিটাল কার্ড, যা আসামের। বাকি সব কল্যাণীর বিভিন্ন ওয়ার্ড এবং আশেপাশে জেলাগুলোর।আবারও একই ঘটনার পুনরাবৃত্তি। কিন্তু বারবার শয়ে শয়ে ভোটার কার্ড উদ্ধারের রহস্য উদঘাটন হচ্ছে কোথায়?

0 Comments