ঘোষণা অনুযায়ী মঙ্গলবার সকালে খসড়া ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। ওয়েবসাইটে প্রকাশিত তালিকা অনুযায়ী, প্রায় ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৮ জনের নাম বাদ পড়েছে। এই খসড়া তালিকায় যারা এনুমারেশন ফর্ম ফিলআপ করেছে, তাঁদের দেখা যাচ্ছে তাও। ফর্ম ফিল আপ না করলে বুথভিত্তিক সেসব নামও রয়েছে ওয়েবসাইটে। এছাড়াও রয়েছে মৃত, ডুপ্লিকেট, স্থানান্তরিত ভোটারদের নামও। ইতিমধ্যে বিধানসভা কেন্দ্র অনুযায়ী তালিকা প্রকাশ করেছে কমিশন। প্রতিবেদনে রইল রইল ১০ হেভিওয়েট কেন্দ্রের খতিয়ান।
কেন্দ্র – নাম বাদ (সংখ্যা হাজারে)
ভবানীপুর- – ৪৪, ৭৮৭ নন্দীগ্রাম – ১০, ৫৯৯ দিনহাটা – ১৬, ৪৪২বালুরঘাট – ১১,২১৯ ভরতপুর- ১৪, ২৩০ কলকাতা বন্দর – ৬৩,৭৩০ গাইঘাটা- ১৬,৬৫৫ বাগদা – ২৪,৯২২ রানাঘাট দক্ষিণ- ১৫,৯০৫ হরিনঘাটা – ১০,৮২১
বলে রাখা প্রয়োজন, আগামী কয়েকদিনের মধ্যে শুনানি প্রক্রিয়া শুরু হবে। তবে আজ মঙ্গলবার থেকেই খসড়া তালিকা নিয়ে নির্দিষ্ট বুথে বসবেন বিএলওরা। কমিশন সূত্রে জানা গিয়েছে, আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত বিএলওরা নির্দিষ্ট ওই বুথে বসবেন। ভোটারদের সুবিধার কথা মাথায় রেখে শনিবার এবং রবিবারও তাঁরা থাকবেন। কোনও অভিযোগ থাকলে, সেখানে ভোটার কার্ড নিয়ে অভিযোগ জানানো যাবে। পাশাপাশি কাদের শুনানির জন্য ডাকা হবে, সেই সংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট বুথের বিএলও নোটিশ পাঠাবেন বলেও জানা গিয়েছে।

0 Comments