Lakshmir Bhandar: লক্ষীর ভান্ডারে টাকা দেওয়া শুরু, ব্যাঙ্কে ৩ ভাগে দিচ্ছে ৩৬০০,১২০০,২০০০ ও ১৪০০ টাকা

 


লক্ষীর ভান্ডার(Lakshmir Bhandar)প্রকল্পে ডিসেম্বর মাসের টাকার তালিকায় বদল হলো। এই মাসে মহিলাদের একাউন্টে ৩টি ধাপে দিচ্ছে ৩০০০ টাকা ১২০০ টাকা, ২০০০ টাকা, ১০০০ টাকা, ২৪০০ টাকা ও ৩৬০০ টাকা করে। বেশ কয়েকটি জেলায় আজ থেকে মহিলাদের ব্যাংকে টাকা ঢুকতে শুরু করেছে। তবে সকল মহিলা আজ টাকা পাবেনা। টাকা দেওয়ার জন্য আলাদা আলাদা ক্ষেত্রে আলাদা আলাদা তারিখ ঠিক হয়েছে। তিনটি আলাদা ভাগে বাড়তি টাকা উপভোক্তাদের দেওয়া হচ্ছে এবার। বাকি জেলায় টাকা কবে দেবে, কোন কোন মহিলারা বাড়তি টাকা পাবে, এই নিয়েও গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়েছে।

 

মহিলাদের অপেক্ষার অবসান ঘটিয়ে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে ডিসেম্বর মাসের টাকা দেওয়া শুরু। ২০২১ সাল থেকে মহিলারা এই টাকা পাচ্ছে। সরকার প্রত্যেক মাসে মাসে উপভোক্তাদের ব্যাংকে এই প্রকল্পের মাধ্যমে টাকা দেয়। মহিলাদের আলাদা আলাদা ক্যাটাগরি অনুযায়ী টাকা বরাদ্দ করা হয়। তাই কোনো উপভোক্তা কম টাকা পায়, আবার কোনো উপভোক্তা বেশি টাকা পায়।

 

এই মাসে বাড়তি বরাদ্দ (Lakshmir Bhandar Extra Benefit)

লক্ষীর ভান্ডার প্রকল্পের পক্ষ থেকে এই মাসে মহিলাদের জন্য বাড়তি বরাদ্দ রয়েছে। অনেক মহিলাযই এই বারতি বরাদ্দ পাবে। এক্ষেত্রে একটি ভাগে দিচ্ছে ৩০০০ টাকা এবং ৩৬০০ টাকা, দ্বিতীয় ভাগে ২৪০০ টাকা এবং ২০০০ টাকা করে এবং তৃতীয় ধাপে ১২০০ এবং ১০০০ টাকা করে ব্যাংকে আসছে। কিছু মহিলা এরকম রয়েছে যাদের ব্যাংকিং সংক্রান্ত বেশ কিছু সমস্যা হয়েছিল। ফলে অনেকের টাকা অক্টোবর থেকে বকেয়া হয়ে গিয়েছিল। এদের ব্যাংকে ৩০০০ টাকা এবং ৩৬০০ টাকা দেওয়া হচ্ছে। নভেম্বর মাসে যাদের বকেয়া ছিল তাদের ব্যাংকে ২০০০ টাকা এবং ২৪০০ টাকা দেওয়া হচ্ছে। আর যারা নিয়মিত সুবিধাভোগী তাদের ব্যাংকে ১০০০ টাকা এবং ১২০০ টাকা করে এই মাসে ঢুকছে।

 

বাকিদের টাকা কবে দেবে?(Lakshmir Bhandar payment date)

ইতিমধ্যে প্রচুর মহিলার ব্যাংকে আজ থেকে টাকা দেওয়া শুরু হয়েছে। তবে সকলেই আজ টাকা পাবেনা। টাকা ছাড়া হলেও টাকা ঢুকতে কোন কোন ক্ষেত্রে দুই থেকে তিন দিন সময় লাগবে। তাই যারা যারা এখনো টাকা পায়নি তাদের টাকা পেতে আরো দু-তিন দিন অপেক্ষা করতে হবে বলে জানা যাচ্ছে।

Post a Comment

0 Comments