মালদহে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর। লক্ষ্মীর ভাণ্ডার থাকবে আজীবন মালদহে মহিলাদের আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী। এদিন মালদহের গাজোলে দলীয় কর্মসূচিতে এসে মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এমনই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
এই কর্মসূচিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদ জানাতে লক্ষ্মীর ভাঁড় নিয়ে ও 'ধন্যবাদ দিদি' লেখা প্লাকার্ড হাতে হাজির হন কাতারে কাতারে মহিলারা। বক্তব্যের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "বাংলায় প্রায় ২ কোটি ২১ লক্ষ মা-বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পান।
তিনি বলেন, "বিগত পাঁচ বছরে মে মাস পর্যন্ত এক এক জন মহিলারা ৬০ হাজার টাকা পেয়েছেন। পাশাপাশি তপশিলি উপজাতি মহিলারা বিগত পাঁচ বছরে মে মাস পর্যন্ত ৭০ হাজার টাকা করে পেয়েছেন।
তিনি আরও বলেন, "অন্যান্য রাজ্যে ভোট প্রচারের সময় এমন সুযোগ-সুবিধা দেওয়া হয়। নির্বাচন নিয়ে আমরা রাজনীতি করি না। আমরা আজীবন লক্ষ্মীর ভাণ্ডার মানুষকে দেব। পরে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, লক্ষ্মীর ভাণ্ডারের জন্য কোন রকম দরখাস্তের প্রয়োজন হবে না। যতদিন আপনি বেঁচে থাকবেন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন।
এদিন মালদহের গাজোল কলেজ ময়দানে লক্ষাধিক মানুষের সমাগম ঘটে। যেখানে অধিকাংশই মহিলারা হাজির হন। 'ধন্যবাদ দিদি' লেখা হাতে প্ল্যাকার্ড এবং লক্ষ্মীর ভাঁড় নিয়ে রাজ্যের একাধিক প্রকল্পের সুযোগ সুবিধার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান মহিলারা।

0 Comments