কৃষকবন্ধুদের এবার দেবে ৩০০০ টাকা করে, কৃষকদের জন্য এবার সরকারের বড় উদ্যোগ

 

কৃষকদের জন্য আরো এক যুগান্তকারী পদক্ষেপ করল কেন্দ্র সরকার। কৃষকবন্ধুদের(Krishak bandhu)জন্য গুরুত্বপূর্ণ প্রকল্প চালু করা হলো। আর এই প্রকল্পের নাম তুললেই ওই কৃষক প্রত্যেক মাসে পাবে ৩০০০ টাকা করে। এর আগেও কৃষকদের জন্য নানারকম প্রকল্প চালু করেছে সরকার। যার মাধ্যমে কৃষকদের নানাভাবে সহায়তা করা হয়। এর মধ্যে রয়েছে বিশেষভাবে আর্থিক সহায়তা প্রকল্প হচ্ছে পিএম কিষান সম্মাননীধি যোজনা। আবার রাজ্য সরকারের পক্ষ থেকেও কৃষকদের জন্য এরকম প্রকল্প রয়েছে যার নাম কৃষকবন্ধু প্রকল্প। সকল কৃষক বন্ধুদের জন্যই কেন্দ্র সরকারের নতুন উপহার আসছে। অর্থাৎ এক্ষেত্রে পরিষ্কারভাবে জানা যাচ্ছে যে কৃষকরা পিএম কিষান ও কৃষক বন্ধু প্রকল্পের পাশাপাশি এই নতুন প্রকল্পেরও সুবিধা নিতে পারবে।

 

ঠিক কি এই প্রকল্প, কিভাবে এই প্রকল্পের আবেদন করতে হয়, আবেদন করার জন্য কি কি যোগ্যতা বা শর্ত রয়েছে, আবেদন করার কতদিন পর থেকে টাকা ঢুকতে শুরু করবে, ৩০০০ টাকা করে পাওয়ার জন্য কৃষকদের কিভাবে আবেদন করতে হয় চলুন এই সমস্ত তথ্য এবার আমরা জানবো।

 

কোন কোন কৃষকরা এই টাকা পাবে?(Krishak bandhu who are eligible)

আমাদের রাজ্যে বর্তমানে যে সমস্ত কৃষকরা রয়েছে তারা প্রায় সকলেই রাজ্য সরকারের কৃষকবন্ধু প্রকল্পের টাকা পাচ্ছে। এরই পাশাপাশি কেন্দ্র সরকারের জনপ্রিয় প্রকল্প পিএম কিষান সম্মাননীধি যোজনার মাধ্যমেও টাকা পাচ্ছে। যদিও কিছু কিছু কৃষক রয়েছে যাদের নাম শুধুমাত্র পিএম কিষান যোজনায় রয়েছে, আবার কিছু কিছু কৃষকের নাম শুধুমাত্র কৃষকবন্ধু প্রকল্পে রয়েছে। তবে উভয় ধরনের কৃষকদের জন্যই সুযোগ কেন্দ্র সরকারের এই প্রকল্পে আবেদন করার। এই সকল কৃষকরাই প্রত্যেক মাসে মাসে তিন হাজার টাকা করে পাবে।

 

প্রকল্পের শর্ত(Term and condition of this scheme)

  • প্রথমত জানানো হয়েছে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদেরকেই এই সুবিধা দেওয়া হবে।

  • এই প্রকল্পের সুবিধা পেতে ওই কৃষককে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

  • সর্বাধিক দুই হেক্টর পর্যন্ত জমি যে সমস্ত কৃষকদের রয়েছে তারা এই টাকা পাবে।

  • আবেদনকারীর আধার কার্ড সংযুক্ত থাকা একটি ব্যাংকের একাউন্ট থাকতে হবে।

 

টাকা কিভাবে পাওয়া যাবে (How to get benefit)

কৃষকদের জন্য চালু হওয়া এই প্রকল্পটি হচ্ছে পিএম কিষান মন্ধান যোজনা। এই টাকা পেতে গ্রাহকরা সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে। আবেদন করার পর প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ রাশি জমাতে হবে। এরপর পিএম কিষাণ সম্মাননীধি প্রকল্প এবং কৃষকবন্ধু প্রকল্প দুটোই যখন ৬০ বছর বয়সে সমাপ্ত হবে, তারপর থেকেই এই প্রকল্পের টাকা ঢোকা শুরু হবে। তখন থেকে প্রত্যেক মাসে মাসে আজীবন এই তিন হাজার টাকা করে পাবে কৃষকরা।

 

Post a Comment

0 Comments