SIR- এ সরাসরি বাদ ৫৮ লক্ষ নাম, আপনার বুথে কাদের নাম বাদ গেল ডাউনলোড করুন তালিকা (SIR Draft List)

 


রাজ্যে SIR ফরম ফিলাপ ইতিমধ্যেই শেষ হয়েছে। এরই মধ্যে ৫৮ লক্ষেরও বেশি নাম বাদ চলে গেল। তালিকা(SIR Draft List) থেকে সরাসরি এই নামগুলো কেটে দেওয়া হয়েছে। গত ১১ ডিসেম্বর ছিল এনুমারেশন ফ্রম জমার শেষ তারিখ। কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে এখনো পর্যন্ত ৫৮ লক্ষ ৮ হাজার ২০২ জন ভোটার এসআইয়ের পর্বে নাম বাদ চলে গেছে। যার মধ্যে রয়েছে ডুবলিকেট ভোটার, শিফটেড ভোটার, এবং মৃত ভোটার।

বাতিল হওয়া ভোটারের তালিকা(SIR Draft List)

ইতিমধ্যে নির্বাচন কমিশন এই বাতিল হওয়া ভোটার তালিকা প্রকাশ করেছে। প্রত্যেক বিধানসভা ক্ষেত্র অনুযায়ী এবং প্রত্যেক বুথ অনুসারে এই লিস্ট প্রকাশ করা হয়েছে। সকল সাধারণ মানুষ খুব সহজেই এই তালিকা দেখতে পারবে। বাড়িতে বসে অনলাইনে ডাউনলোড করা যাবে এই তালিকা। সেই তালিকা ডাউনলোড করেই দেখে নিতে পারবেন কাদের কাদের নাম বাদ হয়েছে কেন বাদ হয়েছে।

Youtube Channel Subscribe  

কিভাবে ডাউনলোড করবেন বাতিল ভোটারের তালিকা?(How To Download SIR Draft List)

বাতিল ভোটারের তালিকা ডাউনলোড করার জন্য এই প্রতিবেদনের শেষে লিংক দেওয়া রয়েছে। আলাদা আলাদা জেলা অনুযায়ী আলাদা আলাদা লিংক পাবেন। আপনার জেলার নামের উপর ক্লিক করলে আপনারা আপনারা সরাসরি পৌঁছে যাবেন জেলার ওয়েবসাইটে। সেখানেই নোটিফিকেশনে আপনারা দেখতে পারবেন SIR 2026।

তার উপর ক্লিক করলেই বিধানসভা ক্ষেত্রের নাম চলে আসবে। আর এই বিধানসভা ক্ষেত্রের নামের উপর ক্লিক করলে ওই বিধানসভায় যতগুলো বুথ রয়েছে তার তালিকা চলে আসবে। সেখান থেকে খুজে বের করতে হবে আপনার বুথের নাম এবং নাম্বার। পাশাপাশি খুঁজে বের করতে পারেন আপনি যেখানে ভোট দেন সেই ভোট কেন্দ্রের নাম। তার নিচেই ডাউনলোড বলে একটি অপশন থাকবে সেখানে ক্লিক করলেই লিস্ট ডাউনলোড হয়ে যাবে। এবার আপনি খুব সহজেই সেই(SIR Draft List) লিস্ট থেকে সমস্ত নাম খুজে বের করতে পারবেন।

জেলা অনুযায়ী বাতিল ভোটারের তালিকা

District
COOCHBEHAR
ALIPURDUAR
JALPAIGURI
KALIMPONG
DARJEELING
UTTAR DINAJPUR
DAKHSIN DINAJPUR
MALDA
MURSHIDABAD
NADIA
NORTH 24 PARGANAS
SOUTH 24 PARGANAS
KOLKATA SOUTH
KOLKATA NORTH
HOWRAH
HOOGHLY
PURBO MEDINIPUR
PASCHIM MEDINIPUR
JHARGRAM
PURULIA
BANKURA
PURBA BARDHAMAN
PASCHIM BARDHAMAN
BIRBHUM

 

Post a Comment

0 Comments