রাজ্যে ৮৫ লক্ষ ভোটারের বাবার নামে গলদ ! ভোটারদের তথ্য যাচাই করবে কমিশন
মূলত এই ভোটারদের তথ্য যাচাই করবে নির্বাচন কমিশন। বিএলও-রা বাড়ি বাড়ি যাবেন। তারপরে কোনও সন্দেহ থাকলে, শুনানির জন্য ডাকা হবে। রাজ্যে ৮৫ লক্ষ ভোটারের বাবার নামে গলদ রয়েছে। কারণ দেখা যাচ্ছে ২০০২ সালে এক নাম ছিল, কিন্তু ২০২৫ সালের এনরোলে আরেক নাম ! এবং দেখা যাচ্ছে সাড়ে তেরো লক্ষ ভোটারের ক্ষেত্রে, একই ব্যক্তির নাম ! সেই ব্যাক্তির নাম কোথাও বাবার নামে রয়েছে। কোথাও মায়ের নামে রয়েছে, এবং এক্ষেত্রে প্রজেনি ম্যাপিং যেক্ষেত্রে হয়েছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একজনের নাম, কোথাও বাবা হিসেবে কোথাও মা হিসেবে। বলা হয়েছে, ডেটার ত্রুটি রয়েছে। আবার এমনও রয়েছে, এক ব্যাক্তির ৬ জন প্রজেনি বা ছেলে মেয়ে রয়েছে, সেক্ষেত্রে এই সংখ্যা ২৪ লক্ষ ২১ হাজার ১৩৩। এবং ঠাকুরদার চেয়ে ৪০-এর কম বয়স ৩ লক্ষ ২৯ হাজার ১৫২ ভোটারের।
কেন বিএলও-রা বাড়ি বাড়ি যাবেন ?
কোথাও কোনও নুন্যতম সংশয় থাকলে, তা যাচাই করা হবে। এটা বারবার হয়েছিল। আগে দেখা গিয়েছিল, ৭ দফার একটা যাচাইয়ের পদ্ধতির কথা বলেছিল নির্বাচন কমিশন। তারপরে আবারও এই এসআইআর প্রক্রিয়া শেষের পর, যে খসড়া তালিকা বের হবে, তার আগেই কিন্তু এই যাচাইয়ের কথা সামনে আনল কমিশন। ..দেখা যাচ্ছে বাবার সঙ্গে সন্তানের বয়সের পার্থক্য ১৫ বছর কিংবা তারও কম ! যা সংশয় তৈরি করেছে। সেই জায়গা থেকেই ভোটারদের তথ্য যাচাই করে দেখতে চাইছে কমিশন। এইভাবে যাচাইয়ের পদ্ধতিটাকে নিশ্চিদ্র করার চেষ্টা চলছে।

0 Comments