রাজ্যে ইনিউমারেশন ফর্ম বিলির কাজ শেষ। সোমবার থেকে পুরোদমে শুরু হয়ে যাবে পূরণ করা ফর্ম সংগ্রহের কাজ।

 

 

রাজ্যে ইনিউমারেশন ফর্ম বিলির কাজ শেষ। সোমবার থেকে পুরোদমে শুরু হয়ে যাবে পূরণ করা ফর্ম সংগ্রহের কাজ। কমিশন জানিয়েছে, রবিবার বেলা ৩টে পর্যন্ত পশ্চিমবঙ্গে ৯৯.৪২ শতাংশ অর্থাৎ ৭ কোটি ৬১ লক্ষ ফর্ম বিলি সম্পন্ন হয়েছে। সোমবার থেকে বুথ লেভেল অফিসাররা (বিএলও) ভোটারদের থেকে পূরণ করা ফর্ম সংগ্রহ শুরু করবেন। এরপর তা খতিয়ে দেখে অ্যাপে (ইসিআই নেট) আপলোড করা হবে। ঘোষণা অনুযায়ী ৪ ডিসেম্বরের মধ্যে গোটা প্রক্রিয়া শেষ করতে হবে। কমিশন আরও জানিয়েছে, সোমবার থেকে পুরোদমে ফর্ম জমা নেওয়ার কাজ শুরু হলেও রবিবারই ৭.০৮ শতাংশ অর্থাৎ ৫৪ লক্ষ ২৭ হাজার ফর্ম সংগ্রহ করে অ্যাপে তোলা বা ডিজিটাইজেশনের কাজ শেষ হয়েছে। 

পশ্চিমবঙ্গ সহ ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ৪ নভেম্বর থেকে ইনিউমারেশন ফর্ম বিলির কাজ শুরু হয়েছিল। সোমবার থেকে রাজ্যে নিযুক্ত ৮০ হাজার ৬৬১ জন বিএলও-কে ফর্ম সংগ্রহের কাজে নেমে পড়তে হবে। এক্ষেত্রেও ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে পূরণ করা ফর্ম সংগ্রহ করতে হবে তাঁদের। কোনও ভোটার ফর্ম পূরণ করতে গিয়ে সমস্যায় পড়লে সংশ্লিষ্ট বিএলও তাঁকে সাহায্য করবেন। তারপর পূরণ করা ফর্ম সংগ্রহ করবেন তিনি। রাজ্যে যেভাবে ফর্ম বিলির কাজ হয়েছে, তাতে সন্তুষ্ট কমিশন। এবার দ্রুততার সঙ্গে পূরণ করা ফর্ম সংগ্রহ করতে বলা হয়েছে বিএলওদের। কারণ, হাতে রয়েছে আর মাত্র ১৯ দিন। পূরণ করা ফর্ম অ্যাপে আপলোড করা যথেষ্ট সময়সাপেক্ষ ব্যাপার। তাই দ্রুততার সঙ্গে কাজ না করলে সময়মতো গোটা প্রক্রিয়া শেষ করা যাবে না। রাজ্যের মোট ভোটারের সংখ্যা ৭ কোটি ৬৩ লক্ষ ৩৬ হাজার ২৯৪। এখনও যাঁরা ফর্ম পাননি, তাঁদের মধ্যে কিছুটা হলেও আতঙ্ক তৈরি হয়েছে। যদিও কমিশনের এক কর্তা জানিয়েছেন, আশঙ্কার কিছু নেই। সোমবারের মধ্যেই তাঁরা ফর্ম পেয়ে যাবেন এবং তাঁদের ফর্ম পূরণের জন্য পর্যাপ্ত সময়ও দেওয়া হবে। 

এদিকে, বাড়ি বাড়ি গিয়ে ফর্ম সংগ্রহের ক্ষেত্রে বিএলওদের একাংশের মধ্যে অনীহা দেখা যাচ্ছে। বিশেষত শহরাঞ্চলে। অভিযোগ, ভোটাররা যোগাযোগ করলে বিএলওদের অনেকেই বলছেন, নির্দিষ্ট কোনও একটি জায়গায় ক্যাম্প করে ফর্ম জমা নেওয়া হবে। তাতেই বিভ্রান্তি ছড়াচ্ছে। যদিও কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভোটারদের বাড়ি বাড়ি গিয়েই ফর্ম সংগ্রহ করতে হবে। বিএলওদের বিভিন্ন অভিযোগ এবং এসআইআরের কাজে সমস্যা নিয়ে আলোচনা করতে মঙ্গলবার বৈঠকে বসছে কমিশন। সেখানে উপস্থিত থাকবেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। মূলত উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা এবং সীমান্তবর্তী মুর্শিদাবাদ, মালদহ এবং নদীয়া জেলার আধিকারিকদের সঙ্গে বৈঠক হবে বলে জানা যাচ্ছে। রবিবার বেলেঘাটায় কলকাতা পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডে কমিশনের বৈঠক চলাকালীন অনিমেষ নন্দী নামে এক বিএলও অসুস্থ হয়ে পড়েন। তাঁকে নার্সিংহোমে ভর্তি করাতে হয়েছে। ‌

Post a Comment

0 Comments