ফিলআপ করা ইনিউমারেশন ফর্ম সোশ্যাল মিডিয়ায় দিলে অ্যাকাউন্ট সাফ হতে পারে, সতর্কবার্তা পুলিশের

 

লাইক, কমেন্টের নেশায় অনেকেই ইনিউমারেশন ফর্মের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করছেন। তাতে স্পষ্টভাবে আধার, ফোন নম্বর সহ বিভিন্ন তথ্য লেখা থাকছে। এসব কিছু সাইবার অপরাধীদের কাছে তুরুপের তাস হয়ে উঠছে। পরিশ্রম করে তাদের তথ্য হাতানোর দরকার হচ্ছে না। অ্যাকাউন্ট সাফ করা তাদের কাছে সহজ হয়ে উঠবে। এই ভুল যাতে কেউ না করেন, তার জন্য পুলিশ সতর্ক করছে। ফিলআপ করা ফর্ম সোশ্যাল মিডিয়ায় আপলোড না করার পরামর্শ দিচ্ছে। এক আধিকারিক বলেন, সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা পাওয়ার লোভে কী আপলোড করা হচ্ছে, সেটা অনেকেই খেয়াল করছেন না। সাইবার অপরাধীরা ওত পেতেই রয়েছে। সুযোগের সদ্ব্যবহার করতে তাদের সময় লাগবে না। পুলিশ জানিয়েছে, এসআইআর আবহে সারা রাজ্যেই আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এই সুযোগে বিভিন্ন কৌশলে সাইবার অপরাধীরা ব্যক্তিগত তথ্য হাতানোর চেষ্টা করছে। আরএক পুলিশ আধিকারিক বলেন, এসআইআরের নাম করে কেউ ফোন করলে তা এড়িয়ে যাওয়া ভালো। অনেকেই বিভ্রান্তির মধ্যে রয়েছেন। সাইবার অপরাধীরা এই অবস্থায় ফোন করে ব্যক্তিগত তথ্য হাতাতে সক্রিয় হয়ে উঠেছে। সতর্ক থাকতে হবে। এসআইআর সম্পর্কে কোনও কিছু জানতে হলে হেল্পডেস্কে ফোন করা যেতে পারে। প্রতিটি জেলাতেই হেল্পডেস্ক করা হয়েছে। কন্ট্রোল রুমও খোলা রয়েছে। এছাড়া, বিএলওরা বাড়ি বাড়ি যাচ্ছেন। কোনও সমস্যা হলে তাঁদের সহযোগিতা নেওয়া যেতে পারে। সোশ্যাল মিডিয়ায় আগবাড়িয়ে কোনও ব্যক্তিগত তথ্য দেওয়া মানে সাইবার অপরাধীদের সাহায্য করা। 
 

টাকা হাতাতে দালালরাও সক্রিয় হয়ে উঠেছে। ২০০২ সালের ভোটার তালিকায় নাম দেখে দেওয়ার ছুতোয় তারা টাকা হাতাচ্ছে। আবার কখনও জন্ম শংসাপত্র বা এসসি, এসটি সার্টিফিকেট বের করে দেওয়ার নামেও টাকা হাতাচ্ছে। প্রশাসন তাদের থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। আধিকারিকদের দাবি, ২০০২ সালে ভোটার তালিকায় নাম রয়েছে কি না, তা বিএলওরা জানাতে পারবেন। তাছাড়া, তাঁদের সঙ্গে প্রতিটি রাজনৈতিক দলের বিএলএরা থাকছেন। তাঁরাও এবিষয়ে সহযোগিতা করতে পারেন। রাতারাতি এসটি বা এসসি সার্টিফিকেট বের করাও সহজ নয়। প্রয়োজনীয় নথি জমা করার পরই তা পাওয়া যেতে পারে। কোনও দালাল নিজের ইচ্ছেমতো সার্টিফিকেট তৈরি করে দিতে পারে না। এসআইআর নিয়ে অনেকের ম঩ধ্যেই স্পষ্ট ধারণা নেই। দালালরা সেই সুযোগকেই কাজে লাগাচ্ছে। 

Post a Comment

0 Comments