Taruner Swapno: ট্যাব বা স্মার্টফোন কেনার টাকা, ছাত্র ছাত্রদের জন্য সুসংবাদ

 

 

তরুণের স্বপ্ন(Taruner Swapno)প্রকল্পে ট্যাব কেনার ১০ হাজার টাকা দেওয়া শুরু হচ্ছে, এই দিনই ছাত্রছাত্রীদের ব্যাংকে ঢুকবে টাকা, এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত ছাত্র-ছাত্রীরা এবার সুবিধা পাবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট এল। কারণ এবার এই ছাত্র ছাত্রীরা ট্যাব বা মোবাইল কেনার জন্য ১০ হাজার টাকা করে তাদের একাউন্টে পাবে। ছাত্রছাত্রীরা দীর্ঘদিন থেকে অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে এই টাকা পাওয়ার জন্য। অবশেষে তাদের অপেক্ষার অবসান হতে চলেছে।

 

তরুনের স্বপ্ন প্রকল্পের সুবিধা(Taruner Swapno scheme benefit)

এমনিতে এই প্রকল্পের মাধ্যমে ১০ হাজার টাকা সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসেই ছাত্রছাত্রীরা পায়। কিন্তু এবার সেই সময় পার হয়ে গেলেও এই টাকা ছাত্র-ছাত্রীদের দেওয়া হয়নি। এবার এই টাকা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে, যেখানে জানিয়ে দেওয়া হয়েছে কেন টাকা দিতে দেরি হচ্ছে, আর কবে ছাত্রছাত্রীরা ট্যাব বা মোবাইল কেনার জন্য ১০ হাজার টাকা তাদের একাউন্টে পাবে।

 

ট্যাব কেনার টাকা দিতে দেরি হচ্ছে কেন?(Why late)

তরুণের স্বপ্ন(Taruner Swapno)প্রকল্পে ট্যাব কেনার টাকা দেওয়ার ব্যাপারে বিভিন্ন রকম প্রতারণা আটকাতে এবার নতুন পদক্ষেপ নিয়েছে পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তর। শুধুমাত্র যোগ্য শিক্ষার্থীরা যাতে এই প্রকল্পের সুবিধা নিতে পারে সেটা নিশ্চিত করতেই নতুন পদক্ষেপ করা হয়েছে। এখন থেকে ট্যাব কেনার টাকা আঁধার কার্ডের সাথে সংযুক্ত একাউন্টে দেওয়া হবে। এই কারণেই ছাত্র-ছাত্রীদের নাম, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর সহ বিভিন্ন নথিপত্র শিক্ষা দপ্তরের ওয়েবসাইটে তোলার কাজ করা হচ্ছে। এই কাজ এখনো পর্যন্ত সম্পন্ন হয়নি। পাশাপাশি এরকম অনেক পরুয়া রয়েছে যাদের ওটিপি ভেরিফিকেশনও সম্পূর্ণ করা যায়নি। বর্তমানে দ্রুত গতিতে এই কাজগুলো করা হচ্ছে।

 

ট্যাব বা মোবাইল কেনার ১০ হাজার টাকা কবে দেবে?(Taruner swapno payment)

তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে সকল ছাত্র-ছাত্রীদের টাকা দেওয়ার বিষয়ে নতুন যে আপডেট জানানো হয়েছে সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে ছাত্র ছাত্রীদের ট্যাব কেনার টাকা পেতে আর বেশি অপেক্ষা করতে হবেনা। কারণ এই টাকা দেওয়ার জন্য প্রয়োজনীয় নথিপত্র ওয়েবসাইটে আপলোড করার যে প্রক্রিয়া চলছে সেটা এই মুহূর্তে শেষ পর্যায়ে। এই প্রক্রিয়া সম্পূর্ণ হলেই এদের ব্যাংকে ১০ হাজার টাকা করে দেওয়া হবে। আর এই টাকাটা ডিসেম্বর মাসেই অ্যাকাউন্টে আসবে বলে জানা যাচ্ছে। তাই আর বেশি সময় নেই অবশেষে তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে পূরণ হতে চলেছে ছাত্রছাত্রীদের স্বপ্ন।

 

Post a Comment

0 Comments