হোটেলে থাকবেন? কর্তৃপক্ষের প্রথম কথা—‘আপনার আধার কার্ডটা দিন।’ হয় ফটোকপি, না হলে কার্ড স্ক্যান করে নিজেরাই প্রিন্ট করে নেয় হোটেল কর্তৃপক্ষ। আর ঘর বুক করতে হলে এছাড়া কোনও গতি নেই। কিন্তু আপনার ওই আধার কার্ডের ফটোকপি কী কাজে ব্যবহার হবে, তা কেউ জানে না। এব্যাপারে রাশ টানতে উদ্যোগী হচ্ছে কেন্দ্র। সরকারি এক আধিকারিকের মতে, এই ট্র্যাডিশন আধার সংক্রান্ত নিয়মের পরিপন্থী।
কী পদক্ষেপ নেওয়া হবে? ইউনিক
আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়ার (ইউআইডিএআই) সিইও ভুবনেশ কুমার
জানিয়েছেন, হোটেল, ইভেন্ট অর্গানাইজারদের মতো বিভিন্ন সংস্থা অনেক সময়ই
অফলাইনে যাচাইয়ের জন্য আধার কার্ডের তথ্য সংগ্রহ করে। তাদের জন্য চালু
হচ্ছে নতুন নিয়ম। হোটেল বা ইভেন্ট অর্গানাইজাররা এবার থেকে কিউ আর কোড
স্ক্যান করে বা নতুন অ্যাপের মাধ্যমে আধার যাচাই করতে পারবে। আর এর জন্য
তাদেরকে বাধ্যতামূলকভাবে একটি রেজিস্ট্রেশন করতে হবে। ভুবনেশ কুমার বলেন,
‘ইতিমধ্যে এই নতুন নিয়মে সিলমোহর পড়ে গিয়েছে। খুব শীঘ্রই বিজ্ঞপ্তি জারি
করা হবে। এই পদক্ষেপের লক্ষ্য একটাই—হোটেল, ইভেন্ট অর্গানাইজারদের মতো
সংস্থাগুলি যাতে আর অফলাইনে যাচাইয়ের জন্য আধার কার্ডের তথ্য সংগ্রহ না
করে। আবার অনেক সময় সার্ভারের সমস্যার জন্য মূল আধার তথ্যপঞ্জির সঙ্গে
যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে কাজে দেরি হয়। এই নতুন ব্যবস্থায় আর সেই
সমস্যা হবে না।
উল্লেখ্য, নাগরিকদের ব্যক্তিগত তথ্যের অপব্যবহার রুখতে
ইতিমধ্যে উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় সরকার। ‘অফলাইনে আধার যাচাই বন্ধের
পাশাপাশি আমূল বদলে যাচ্ছে আধার কার্ডের নকশাও। ইউআইডিএআই সূত্রে খবর, নতুন
কার্ডে নাগরিকদের নাম, ঠিকানার মতো ব্যক্তিগত তথ্য আর থাকবে না। থাকবে
শুধু ওই ব্যক্তির ছবি এবং একটি কিউআর কোড। ওই কিউআর কোডের মধ্যেই থাকবে
সংশ্লিষ্ট নাগরিকের যাবতীয় তথ্য। সেটি স্ক্যান করে আধার তথ্য জন্য প্রয়োজন
পড়বে একটি নতুন অ্যাপের। নাম—‘আধার কিউআর স্ক্যানার’। ইতিমধ্যে গুগল প্লে
স্টোর ও আইওএস স্টোরে চলেও এসেছে অ্যাপটি। ফলে অফলাইনে যাচাইয়ের জন্য আধার
কার্ডের প্রতিলিপির দরকারই পড়বে না। আর তথ্য হাতিয়ে জালিয়াতির দিনও শেষ হবে
বলে আশাবাদী ইউআইডিএআই কর্তৃপক্ষ। ইতিমধ্যে নতুন অ্যাপে নিরাপত্তার আরও
একটি বলয় যুক্ত করা হয়েছে। সেখানে কিউআর কোডে শেয়ার করা যাচ্ছে আধার কার্ড।
তাতে নাম, ঠিকানা, বয়স ইত্যাদি কোন কোন তথ্য জানাবেন, সেটাও বেছে নিতে
পারছেন সংশ্লিষ্ট নাগরিক।

0 Comments