Banglar Bari: বদলে গেল বাংলার বাড়ির টাকা দেওয়ার তারিখ, ১৬ লক্ষ নতুন ঘরের প্রথম কিস্তির ৬০০০০ টাকা

 

 

বাংলার বাড়ি(Banglar Bari) প্রকল্পের ফাইনাল লিস্টে যে সমস্ত উপভোক্তাদের নাম রয়েছে অর্থাৎ যারা যারা এবার বাংলার আবাস যোজনার মাধ্যমে ঘর পাবে তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে। এবার নতুন করে আরো ১৬ লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পে টাকা দেওয়া হবে। এর আগের PWL এর লিস্ট থেকে এখন নতুন লিস্ট তৈরি হচ্ছে। এই লিস্ট থেকেই আরও বাছাই করে উপভোক্তাদের ঘর দেওয়া হবে। এর জন্য ইতিমধ্যে সুপার চেকিং প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

 

চলতি মাসে বাংলার বাড়ি(Banglar Bari)প্রকল্পে আবারো টাকা দেওয়ার কথা। এর আগে ১২ লক্ষ নতুন বাড়ির টাকা উপভোক্তাদের দেওয়া হয়েছে দুটো কিস্তির মাধ্যমে। সর্বমোট ২৮ লক্ষ ঘর দেওয়া হচ্ছে এবার। সেই হিসেবেই এখনো পর্যন্ত ওয়েটিং এ রয়েছে আরও ১৬ লক্ষ পরিবার। দ্বিতীয় পর্যায়ে এই সমস্ত উপভোক্তাদেরকে ঘরের টাকা দেওয়া হবে। যার প্রথম কিস্তির টাকা এই ডিসেম্বর মাসেই দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

 

বাংলার বাড়ি প্রকল্পের টাকার তারিখ বদলালো (Banglar Bari payment has changed)
সকলেই যখন অধীর আগ্রহে অপেক্ষা করছে ঘরের টাকার জন্য, তখনই এলো গুরুত্বপূর্ণ আপডেট। নতুন আপডেটে জানানো হয়েছে যে এই মাসে আর দেওয়া হচ্ছে না বাংলার বাড়ি প্রকল্পের টাকা। যেহেতু বর্তমানে এসআইআর এর কাজ পুরোদমে চলছে রাজ্যে। ফলে সরকারি আধিকারিকরা বিভিন্ন ক্ষেত্রে এই সমস্ত কাজে ব্যস্ত। এই কারণেই টাকা দেওয়ার কাজ সম্পূর্ণ করা যাচ্ছে না এখনই।

 

বাংলার বাড়ি প্রকল্পে ৬০ হাজার টাকা কবে দেওয়া হবে?(Banglar Bari payment date)
বাংলার বাড়ি প্রকল্পে টাকা দেওয়ার বিষয়ে ইতিমধ্যে গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি সেখানে পরিষ্কারভাবেই জানিয়েছেন যে এই বাংলার বাড়ি প্রকল্পের টাকা যেটা ডিসেম্বরের ১৫ তারিখের মধ্যে উপভোক্তাদের ব্যাংকে আসার কথা ছিল সেটা একমাস পিছিয়ে নেওয়া হচ্ছে। নতুন আপডেট অনুযায়ী খবর জানুয়ারি মাসের ১৫ তারিখের মধ্যে উপভোক্তাদের ব্যাংকে এই টাকা দেওয়া হবে। অর্থাৎ বাংলার বাড়ির দ্বিতীয় পর্যায়ের প্রথম কিস্তির টাকা জানুয়ারির দ্বিতীয় সপ্তাহেই উপভোক্তারা পাবে

 

Banglar Bari List 2025 West Bengal

SL NODISTRICTLINK
1কোচবিহার জেলাCLICK HERE
2আলিপুরদুয়ার জেলা1) Alipurduar-I Block 
2) Alipurduar-II Block
3) Falakata Block
4) Kalchini Block
5) Kumargram Block 
6) Madarihat Block
3জলপাইগুড়ি জেলাCLICK HERE
4দার্জিলিং জেলাCLICK HERE
5কালিম্পং জেলাCLICK HERE
6উত্তর দিনাজপুর জেলাCLICK HERE
7দক্ষিণ দিনাজপুর জেলাCLICK HERE
8মালদা জেলাCLICK HERE
9মুর্শিদাবাদ জেলাCLICK HERE
10কলকাতা জেলাCLICK HERE
11উত্তর ২৪ পরগনা জেলা1) Minakhan Block
2)Baduria Block List-1
3) Baduria Block List-2
4) Baduria Block List-3
5) Baduria Block List-4
6) Baduria Block List-5
7) Barrackpore-II Block List-1
8) Barrackpore-II Block List-2
9) Bagdah Block part-2
10) Haroa Block Part-2
11) Barrackpore-I part-2
12) Barasat-I Block List-1
13) Deganga Block
14) Gaighata Block part-1
15) Hingalganj Block
12দক্ষিণ ২৪ পরগণা জেলাCLICK HERE
13নদিয়া জেলাCLICK HERE
14হাওড়া জেলাCLICK HERE
15পূর্ব মেদিনীপুর জেলাCLICK HERE
16পশ্চিম মেদিনীপুর জেলাCLICK HERE
17পুরুলিয়া জেলাCLICK HERE
18বাঁকুড়া জেলাCLICK HERE
19ঝাড়গ্রাম জেলাCLICK HERE
20পূর্ব বর্ধমান জেলা CLICK HERE
21পশ্চিম বর্ধমান জেলা CLICK HERE
22বীরভূম জেলা CLICK HERE
23হুগলী জেলা CLICK HERE

 

 

Post a Comment

0 Comments