অনলাইনে এসআইআরের ইনিউমারেশন ফর্ম পূরণের সুবিধা চালু হয়েছে শনিবার থেকে।
প্রথম দিনে ফর্ম পূরণ করতে গিয়ে হোঁচট খেতে হয়েছে বহু মানুষকে। কমিশনের
ভোটারস সার্ভিস পোর্টাল voters.eci.gov.in-এ এপিক নম্বর বা ই-মেইল আইডি বা
ফোন নম্বর দিয়ে লগ-ইন করে কিছুটা এগোনোর পরেই থমকে যেতে হয়েছে অনেককে।
কারণ, ভোটার কার্ড বা এপিকের সঙ্গে সংশ্লিষ্ট ভোটারের ফোন নম্বর ‘লিঙ্ক’ না
করা থাকলে অনলাইনে ইনিউমারেশন ফর্ম পূরণ সম্ভব নয়। সেক্ষেত্রে প্রথমে
ফর্ম-৮ পূরণ করতে হবে। শুধুমাত্র ফোন নম্বর লিঙ্ক করার জন্য আবেদন করতে
হবে। রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিস জানাচ্ছে, সঙ্গে সঙ্গে সেই
আবেদন মঞ্জুর হবে। তারপর অনলাইনে পূরণ করা যাবে ইনিউমারেশন ফর্ম।
আধিকারিকরা জানাচ্ছেন, অনলাইনে ফর্ম পূরণের ক্ষেত্রে আধারের সঙ্গে মোবাইল নম্বর সংযুক্ত থাকাও বাধ্যতামূলক। আর একটি শর্ত হল, এক্ষেত্রে আধার এবং ভোটার কার্ডে নামের বানানে কোনও পার্থক্য থাকা চলবে না। এই বিষয়গুলি ঠিকঠাক থাকলে কয়েক মিনিটেই অনলাইনে ফর্ম পূরণ সেরে ফেলা যাবে। কমিশনের ভোটারস সার্ভিস পোর্টালে লগ-ইন করে মোবাইল নম্বর দিলেই আসবে ওটিপি। যার মাধ্যমে প্রাথমিক যাচাইয়ের পর রাজ্য বেছে নেওয়ার অপশন পাবেন আবেদনকারীরা। রাজ্য বেছে নেওয়ার পর ফের একবার এপিক নম্বর দিলেই কম্পিউটার বা মোবাইলের স্ক্রিনে চলে আসবে ভোটারের নাম, এপিক নম্বর, পার্ট নম্বর ও নাম, ক্রমিক নম্বর, বিধানসভা কেন্দ্রের নাম ও নম্বর। এই তথ্য ঠিক আছে কি না মিলিয়ে নিয়ে ফের একবার ফোন নম্বর যাচাই করা হবে ওটিপি পাঠিয়ে। সেই ওটিপি দিয়ে চলে যাওয়া যাবে ফর্ম পূরণের মূল পেজে। যদি এপিক ও ফোন নম্বর সংযুক্ত না থাকে, তাহলে তা করে নিয়ে এগোতে হবে। এর পর আয়কর রিটার্ন ফাইল করার মতো করে ২০০২-এর এসআইআর তালিকা মিলিয়ে সমস্ত তথ্য সহ আধার সংযুক্ত ফোন নম্বর দিয়ে নির্দিষ্ট জায়গায় ক্লিক করলেই সম্পূর্ণ হবে প্রক্রিয়াটি।

0 Comments