আগামী ৪ নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে ভোটার SIR – Special Intensive Revisio। ২০০২ সালের ভোটার লিস্ট ডাউনলোড করে দেখে নিন, আপনার কিংবা আপনার বাবা/মায়ের নাম রয়েছে কিনা লিস্টে।
২০০২ সালের ভোটার লিস্টে আপনার কিংবা বাবা মায়ের নাম যদি না থাকে এবং উপযুক্ত ১২ টি নথির মধ্যে কোনো নথি দেখাতে না পারে কোনো ভোটার তাহলে তার নাম ফাইনাল ভোটার লিস্ট উঠবে না অর্থাৎ বাতিল হবে সেই ভোটার কার্ড।
কিভাবে ২০০২ সালের ভোটার লিস্ট ডাউনলোড করবেন ও কি কি ডকুমেন্টস থাকতে হবে যদি লিস্টে না না থাকে। আজ নির্বাচন কমিশনের তরফ থেকে SIR এর নোটিশ প্রকাশ করে বিস্তারিত জানিয়ে দিয়েছেন।
পশ্চিমবঙ্গে ভোটার SIR এর সময়সূচি
| ক্রমিক নং | বিবরণ | তারিখ |
|---|---|---|
| ১ | প্রিন্টিং / প্রশিক্ষণ | ২৮শে অক্টোবর থেকে ৩রা নভেম্বর ২০২৫ |
| ২ | ঘরে ঘরে গণনা পর্যায় | ৪ঠা নভেম্বর থেকে ৪ঠা ডিসেম্বর ২০২৫ |
| ৩ | খসড়া ভোটার তালিকা প্রকাশ | ৯ই ডিসেম্বর ২০২৫ |
| ৪ | দাবি ও আপত্তি জমা দেওয়ার সময়কাল | ৯ই ডিসেম্বর ২০২৫ থেকে ৮ই জানুয়ারি ২০২৬ |
| ৫ | বিজ্ঞপ্তি ধাপ (শুনানি ও যাচাই) | ৯ই ডিসেম্বর ২০২৫ থেকে ৩১শে জানুয়ারি ২০২৬ |
| ৬ | চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ | ৭ই ফেব্রুয়ারি ২০২৬ |
২০০২ সালের ভোটার লিস্ট কিভাবে ডাউনলোড করবেন, সম্পূর্ণ পদ্ধতি জানতে আজকের প্রতিবেদনটি ভালো ভাবে পড়ুন। আপনি এখন সহজেই ২০০২ সালের ভোটার তালিকা ডাউনলোড করতে পারবেন মোবাইল কিংবা কম্পিউটার বা লেপটপের মাধ্যমে। এরজন্য কোনো কম্পিউটার সেন্টার বা সাইবার ক্যাফে যাওয়ার প্রয়োজন নেই।
পশ্চিমবঙ্গে শেষবারের মতো ২০০২ সালেই ভোটার এসআইআর (Voter SIR West Bengal) হয়েছে। আর সেই ২০০২ সালের ভোটার লিস্টে, আপনার কিংবা বাবা-মায়ের নাম থাকলে অতিরিক্ত নথিপত্রের প্রয়োজন পরবে না। আজকের প্রতিবেদনে দেখিয়ে দেওয়া হয়েছে, প্রতিটি জেলা, বিধানসভা ও ভোট কেন্দ্র অনুযায়ী ২০০২ সালের ভোটার লিস্ট কিভাবে ডাউনলোড (Old Voter List Download West Bengal) করবেন।
নির্বাচন কমিশনের তরফ থেকে ২০০২ সালের ভোটার লিস্টের পাশাপাশি, বেশ কিছু বিধানসভার ২০০৩ সালেরও ভোটার লিস্ট প্রকাশ করেছেন। যে সকল বিধানসভার ২০০২ সালের ভোটার লিস্ট খুঁজে পাওয়া যায়নি, সেই সকল বিধানসভার ২০০৩ সালের ভোটার তালিকা প্রকাশিত হয়েছে অফিসিয়াল পোর্টালে। তবে রাজ্যের সমস্ত বিধানসভার কিংবা জেলার ২০০৩ সালের ভোটার লিস্ট (West Bengal 2003 Voter List Download) প্রকাশ হয়নি।
কিভাবে ২০০২ সালের (2002 Voter List Download) কিংবা ২০০৩ সালের ভোটার লিস্ট (2003 Voter List Download) ডাউনলোড করবেন –
পশ্চিমবঙ্গের ২০০২ সালের ভোটার লিস্ট ডাউনলোড লিংক জেলা ভিত্তিক –
| ক্রমিক নং | জেলার নাম | ডাউনলোড লিংক |
|---|---|---|
| ১ | বাঁকুড়া | Download |
| ২ | বীরভূম | Download |
| ৩ | কোচবিহার | Download |
| ৪ | দক্ষিণ চব্বিশ পরগনা | Download |
| ৫ | দার্জিলিং | Download |
| ৬ | হুগলি | Download |
| ৭ | হাওড়া | Download |
| ৮ | জলপাইগুড়ি | Download |
| ৯ | ঝাড়গ্রাম | Download |
| ১০ | কলকাতা উত্তর | Download |
| ১১ | মালদা | Download |
| ১২ | মুর্শিদাবাদ | Download |
| ১৩ | নদীয়া | Download |
| ১৪ | উত্তর চব্বিশ পরগনা | Download |
| ১৫ | পূর্ব বর্ধমান | Download |
| ১৬ | পূর্ব মেদিনীপুর | Download |
| ১৭ | পশ্চিম মেদিনীপুর | Download |
| ১৮ | পুরুলিয়া | Download |
| ১৯ | উত্তর দিনাজপুর | Download |
| ২০ | দক্ষিণ দিনাজপুর | Download |
| ২১ | কলকাতা দক্ষিণ | Download |
CEO West Bengal – অফিসিয়াল পোর্টাল লিংকঃ- Click Now

0 Comments